মুম্বই: করোনার ভয় কাটিয়ে কার্যত ঘুরে দাঁডি়য়েছিল সমস্ত ভাষার রূপোলি পর্দাই। একের পর এক নতুন ছবির মুক্তি থেকে শুরু করে ঘোষণা, জোরকদমে শ্যুটিং, চলছিল সবই। কিন্তু বলিপাড়ায় ফের করোনায় কাবু একের পর এক তারকা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত বলিউডের বাদশা নিজেই! শাহরুখ খান (Shah Rukh Khan)!


সম্প্রতি নিজের একাধিক নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার মধ্যে সবচেয়ে শেষ খবর ছিল 'জওয়ান' (Jawan) ছবির। ব্যান্ডেজে মোড়া শাহরুখের ছবির পোস্টার দেখে বেশ উচ্ছসিত ছিলেন ভক্তরাও। কিন্তু ফের করোনার হানায় আপাতত স্থগিত হতে পারে শাহরুখের একাধিক ছবির কাজ। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী আইসোলেশনেই থাকতে হবে তাঁকে। তবে এখনও শাহরুখ খানের টিমের তরফ থেকে অফিসিয়ালি এই খবর জানানো হয়নি।


সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhoolaiyaa 2)। জোরকদমে সেই ছবির প্রচার চালাচ্ছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কার্তিক। করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। গতমাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আপাতত সুস্থ তিনি। 


আরও পড়ুন: বিয়ের পর নিজের পদবী পরিবর্তনে নারাজ মধুমিতা, বিরক্ত 'শ্বশুর-শাশুড়ি'!


'জওয়ান' ছবিতে শাহরুখের লুক নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তাঁর নিত্যকর্ম। আর এইসবের সঙ্গে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে গায়ে কাঁটা দেয়। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়। ছবির টিজার দেখে মনে হচ্ছে কোনও 'মিশন'-এ চলেছেন কিং খান।


মাঝে চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও।