মুম্বই: ২১ বছর পূর্ণ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খান। মঙ্গলবার, নিজের ২১তম জন্মদিন পালন করছেন তিনি। এই উপলক্ষ্যে তাঁকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক কর্ণ জোহর। একটি ছবি শেয়ার করে কর্ণ আরিয়ানকে একটি বিশেষ বার্তা দিয়েছেন।
ছবিতে দেখা যাচ্ছে একদিকে শাহরুখ ও অন্যদিকে কর্নকে রেখে মাঝখানে কিশোর আরিয়ান রয়েছে। পরিচালক লিখেছেন, আমার বেবি বয়ের বয়স আজ ২১ বছর হল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যখন তুমি জন্ম নিয়েছিলে, তখন প্রথমবার অভিভাবক হওয়ার স্বাদ পেয়েছিলাম। শুভ জন্মদিন আরিয়ান। শাহরুখ এবং গৌরীর মধ্য দিয়ে তুমি পৃথিবীর সবচেয়ে ভাল বাবা-মাকে পেয়েছ।