চণ্ডীগড়: পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলের সঙ্গে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আমি জানতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় গুজব ও মিথ্যা বক্তব্য ছড়ানো হচ্ছে যে গুরমিত রাম রহিম সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে আমি সুখবীর সিংহ বাদলের কল্পিত বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি বিনীতভাবে সত্য তুলে ধরতে চাই। আমি কোনওদিন গুরমিত রাম রহিম সিংহের সঙ্গে দেখা করিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, মুম্বইয়ের জুহুতে আমার বাড়ির কাছে কোনও একটি জায়গায় কিছুদিন ছিলেন গুরমিত রাম রহিম সিংহ। কিন্তু কোনওদিন আমাদের দেখা হয়নি।’



অক্ষয় আরও বলেছেন, ‘এতবছর ধরে আমি আন্তরিকভাবে ছবি করেছি। সিং ইজ কিং, কেশরীর মতো ছবির মাধ্যমে পঞ্জাবের সংস্কৃতি, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। পঞ্জাবি হিসেবে আমি গর্বিত। শিখ ধর্মবিশ্বাসের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। পঞ্জাবি ভাই-বোনেদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা আছে। তাঁদের ভাবাবেগে সামান্যতম আঘাত লাগুক, এমন কিছু কখনও করব না। সবার প্রতি চ্যালেঞ্জ রইল, পারলে আমার বক্তব্য মিথ্যা বলে প্রমাণ করে দেখান।’

একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে ‘এমএসজি’ ছবিটি মুক্তি পাওয়ার বিষয়ে আলোচনার জন্য মুম্বইয়ে অক্ষয়ের ফ্ল্যাটে বাদলের সঙ্গে দেখা করেন রাম রহিম। এই অভিযোগই অস্বীকার করেছেন অক্ষয়।