নয়াদিল্লি: শুক্রবার বিকাশ বহেল পরিচালিত 'শয়তান' (Shaitaan) মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। হিসেব বলছে প্রথম দিনেই বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। সুপারন্যাচরাল থ্রিলার (Supernatural Thriller) ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন (Ajay Devgn), জ্যোতিকা (Jyotika) ও আর মাধবন (R Madhavan)। 


'শয়তান' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন কত?


সিনেমার ব্যবসার হিসেব দেখে যে সংস্থাগুলি তাদের অন্যতম Sacnilk.com। তাদের মতে প্রথম দিনেই দেশের বক্স অফিসে বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। সূত্রের খবর, 'শয়তান' প্রথম দিনে দেশে সমস্ত ভাষা মিলিয়ে ১২.৬২ কোটি টাকার ব্যবসা করেছে। শুক্রবার, হিন্দি ভাষায় প্রায় ১৯.৯২ শতাংশ দখল পেয়েছে। এর আগে এমরান হাশমি, বিপাশা বসু ও এষা গুপ্তা অভিনীত হরর ফিল্ম ১০.৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। প্রায় দশক পুরনো রেকর্ড ভাঙল এই ছবি। 


'শয়তান' ছবির কাহিনি এক ঝলকে


অজয় দেবগণ তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্মহাউজে ছুটি কাটাতে যাচ্ছে। রাস্তায় এক ধাবায় তাঁরা খাবার খেতে দাঁড়ায়। সেখানে মাধবন তাঁর মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তাঁর বশে চলে যায়। এরপর মাধবন তাঁদের ফার্মহাউজে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিউরে ওঠার মতো। মাধবন তাঁদের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায় কিন্তু তাতে মা-বাবার সায় থাকতে হবে, এবং কীভাবে মা বাবাও মেয়েকে দান করে দেয়। ওই পরিবারের ওপর প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে মাধবন এবং শেষ পর্যন্ত অজয় কীভাবে নিজের পরিবারকে বাঁচায়। এবার হিন্দি সিনেমা যখন সেখানে নায়কের জয় তো হবেই, ফলে পরিবারকে বাঁচাতে পারবে সে। এটাই ফিল্মের গল্প।


আরও পড়ুন: Oscars 2024 Live Streaming: অনুষ্ঠিত হতে চলেছে 'অস্কার ২০২৪', ভারতে কবে, কখন, কোথায় সরাসরি দেখবেন অনুষ্ঠান?


ABP Live-এর রিভিউ অনুযায়ী কেমন হয়েছে এই ছবি


ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয়ে উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আঁচ করতে পারবেন যে এবার কিছু গণ্ডগোল হবে। এবং তা শুরু হতেই হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। মাধবন যে অজয়ের পরিবারের ওপর নির্যাতন করবে সেই প্রত্যেকটা দৃশ্য একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। ছবির প্রথমার্ধ ভীষণ টানটান। দ্বিতীয় ভাগে যতক্ষণ মাধবন ওদের বাড়িতে রয়েছেন ততক্ষণ গল্পও ঠিক রাস্তায় এগোয়, কিন্তু ছবি যত ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে তত মনে হবে যে ভাল একটা রান্না হচ্ছিল, তাতে ভুল মশলা দিয়ে নষ্ট করে দেওয়া হল। কিছু দৃশ্য একেবারে অপ্রয়োজনীয় মনে হবে। মনে হতে পারে যে এত বড় শয়তানের সঙ্গে এমনটা কী করে হতে পারে। ফিল্মের ক্লাইম্যাক্স খানিক আলগা মনে হবে এবং যার ফলে একটা দুর্দান্ত ছবি 'ওয়ান-টাইম ওয়াচ' হয়ে থেকে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই ছবি এসব প্রচার করে না, কিন্তু গোটা ছবিটা তৈরিই হয়েছে এই বিষয়ের ওপর ভিত্তি করে, ফলে কালো জাদু আদৌ আছে কি না, সেই সিদ্ধান্ত দর্শকের ওপর রইল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।