Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, শুরু হয়ে গেল অভিষেকের নামে দেওয়াললিখন

Lok Sabha Elections 2024: দলের তরফে প্রার্থিতালিকা ঘোষণা করা না হলেও, ডায়মন্ড হারবারকে প্রাধান্য দিচ্ছেন অভিষেক।

Continues below advertisement

গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যদিও প্রকাশিত হয়নি এখনও। তবে নির্বাচনমুখী প্রচার শুরু করে দিয়েছে সব দলই। সেই আবহেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াললিখন শুরু হয়ে গেল। তৃণমূলের তরফে এখনও প্রার্থিতালিকা ঘোষণা করা হয়নি যদিও। তবে অভিষেক ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ধরে নিয়ে শুরু হয়ে গেল দেওয়াললিখন। (Abhishek Banerjee)

Continues below advertisement

দলের তরফে প্রার্থিতালিকা ঘোষণা করা না হলেও, ডায়মন্ড হারবারকে প্রাধান্য দিচ্ছেন অভিষেক। এমনকি নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বে যখন উত্তাল হয়েছিল পরিস্থিতি, সেই সময়ও ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন তিনি। ডায়মন্ড হারবারে নিজের কাজের খতিয়ান তুলে ধরেছিলেন। তাই তৃতীয় বারের জন্যও ডায়মন্ড হারবার থেকেই অভিষেক নির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলে নিশ্চিত কর্মী-সমর্থকরা। (Lok Sabha Elections 2024)

তাই ডায়মন্ড হারবারে অভিষেকের হয়ে প্রচারে উদ্যত হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রচারে কোনও রকম খামতি রাখতে নারাজ তাঁরা। অন্য়ান্য দলের আগেই শুক্রবার বিকেল থেকে সেখানে অভিষেকের নামে দেওয়াললিখন শুরু হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবারের সরিষার বিধায়ক পান্নালাল হালদার এবং পর্যবেক্ষক শামিম আহমেদের উপস্থিতিতে দলের কর্মী-সমর্থকরা দেওয়াললিখনের কাজ শুরু করেন।

আরও পড়ুন: Sandeshkhali Chaos : সক্রিয়ভাবে দলটা করি না, উন্নয়নমূলক কাজের জন্য ভোটে লড়েছিলাম, উল্টো সুরে গাইছেন সন্দেশখালির বিধায়ক

অভিষেকের সপক্ষে প্রচারে এখন থেকেই জোর দিচ্ছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। দেওয়াললিখনের মাধ্যমে প্রচার শুরু করে সংবাদমাধ্যমে পান্নালাল বলেন, "আগামী দিনে আরও বড় ব্যবধানে, আরও বেশি ভোটে ডায়মন্ড হারবারে জয়লাভ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।" অভিষেকের সামনে বিরোধীরা ডায়মন্ড হারবারে কোনও মতেই কল্কে পাবেন না বলে মত পান্নালালের।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এ নিয়ে কিছু না বলা হলেও, ডায়মন্ড হারবারে অভিষেকের জয় নিয়ে একরকম নিশ্চিন্ত তাঁরা। যে কারণে এর আগে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেও, একটুও বিচলিত হতে দেখা যায়নি জোড়াফুল শিবিরকে। কলকাতা হাইকোর্টের পদত্যাগী বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবার নিয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। সেখানে লক্ষ লক্ষ লক্ষ ভোটে সামনের জনকে হারানোর জন্য় প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। তবে পান্নালালের দাবি, নওশাদ হোন বা অন্য কেউ, ডায়মন্ড হারবারে আর যেই প্রতিদ্বন্দ্বিতা করুন না কেন, তাঁদের জমানত বাজেয়াপ্ত হবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola