মুম্বই: সদ্যই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এবং সোনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে 'শক্তিমান' (Shaktimaan)। আর তারপর থেকেই নেট দুনিয়ায় উত্তেজিত দর্শক। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে নানা মিম (Memes)।
আরও পড়ুন - Shaktimaan: বড় পর্দায় 'শক্তিমান', মুখ্য চরিত্রে থাকছেন এই সুপারস্টার
ডিডি ন্যাশনাল চ্যানেলে ১৯৯৭ সাল থেকে ২০০০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান'। দুষ্টের দমন করতে যিনি আবির্ভূত হতেন দেশি সুপারম্যান রূপে। বলিউড অভিনেতা মুকেশ খন্না (Mukesh Khanna) এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করায়, সেই সময় ঘরে ঘরে তাঁর নাম আলোচিত হত। জানা যাচ্ছে, বড় পর্দায় 'শক্তিমান' আসার ক্ষেত্রে প্রযোজকের ভূমিকায় থাকতে পারে মুকেশ খন্নার প্রযোজনা সংস্থা ভীষ্ম ইন্টারন্যাশনাল। পাশাপাশি এমনও ঘোষণা করা হয়েছে সম্প্রতি যে, বড় পর্দায় যে 'শক্তিমান' আসছে, তাতে নাম ভূমিকায় দেখা যেতে পারে দেশের বড় কোনও সুপারস্টারকে। ফলে সব মিলিয়ে জনপ্রিয় এই চরিত্রকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব অনুরাগী থেকে দর্শকেরা। আর সেই উত্তেজনার প্রতিফলন টের পাওয়া গেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ইতিমধ্যেই বহু নেট নাগরিক নানা মিম মজাদার শেয়ার করেছেন।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বড় ঘোষণা করলেন। একটি ভিডিও পোস্ট করে তরণ আদর্শ লিখেছেন, 'বড় ঘোষণা। সোনি পিকচার্স নিয়ে আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় 'শক্তিমান'কে বড় পর্দায়। এবার শক্তিমান তৈরি হবে সিনেমা হলে দেখার জন্য। নাম ভূমিকায় থাকবেন দেশের বড় সুপারস্টার।' তরণ আদর্শের পাশাপাশি সোনি পিকচার্সের পক্ষ থেকেও এই ছবির কথা ঘোষণা করা হয়েছে। এর আগে শোনা গিয়েছিল, ২০২০-তে মুকেশ খন্না জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান' নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন। পরবর্তীকালে শোনা যায়, ছবিটি ট্রিলজি হবে এবং ২০২১-এর দ্বিতীয়ভাগ থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু করোনা পরিস্থিতি সে সময় অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়া শুরু হওয়ায় আর কোনও খবর পাওয়া যায়নি।