মুম্বই: জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। আগেও শোনা গিয়েছিল বলিউড তারকা শমিতা শেট্টি (Shamita Shetty) এবং রাকেশ বাপাতের (Raqesh Bapat) মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে। যদিও সে সময়ে তাঁরা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক রয়েছে। এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অনুরাগীদের। সে সময়ে তাঁরা বলেন, 'সকলের কাছে অনুরোধ জানাব যে, আমাদের সম্পর্ক সম্বন্ধে কোনওরকম গুজবে কান দেবেন না। এই খবরের কোনও সত্যতা নেই। প্রত্যেককে ভালোবাসা ও আলো।' ফের সেই গুঞ্জন শোনা যাচ্ছে। এবার জানা গিয়েছে, দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই প্রেমের সম্পর্কে ইতি টানলেন তাঁরা। 


রাকেশ - শমিতার ব্রেকআপ-


সম্প্রতি বিনোদন জগতের জনপ্রিয় এক পোর্টালের পক্ষ থেকে খবর প্রকাশ করা হয়েছে যে, 'শমিতা শেট্টি এবং রাকেশ বাপাত অবশেষে তাঁদের প্রেমের সম্পর্কে ইতি টানলেন। দুজনেই নিজেদের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন। কিন্তু প্রেমের সম্পর্ক আর এগিয়ে নিয়ে যাবেন না তাঁরা'। যদিও এই খবর সম্পর্কে এখনও মুখ খোলেননি শমিতা কিংবা রাকেশ। প্রসঙ্গত, সম্প্রতি একটি মিউজিক ভিডিওর জন্য একসঙ্গে শ্যুটিং করছিলেন তাঁরা। যা মুক্তি পাবে শীঘ্রই। 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পর ফের পর্দায় রাকেশ - শমিতার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকেরা।


আরও পড়ুন - Sonam Kapoor Birthday: কলেজ জীবনে হাতখরচা চালানোর জন্য এই কাজও করেন সোনম! জানুন অজানা তথ্য


'বিগ বস'-এর ঘর থেকে শুরু হয় শমিতা শেট্ট এবং রাকেশ বাপাতের মধ্যে সম্পর্ক। জনপ্রিয় এবং একইসঙ্গে বিতর্কিত রিয়েলিটি শোয়ের মঞ্চে দুই তারকার রসায়ন নজর কাড়ে। 'বিগ বস'-এর ঘর থেকে বেরনোর পরও একাধিক সময়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি ভিডিও শেয়ার করতেন। চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একসঙ্গে সময় কাটান রাকেশ - শমিতা এবং শিল্পা - রাজ। রোম্যান্টিক গানে তাঁদের রোম্যান্টিক ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। 'গহেরাইয়াঁ' ছবির 'ডুবে' গানে রাকেশ - শমিতার রসায়ন থেকে চোখ ফেরাতে পারেননি অনুরাগীরা। তবে, দুই তারকার বিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদেরও।