কলকাতা: গত ২০ মে মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু' (Belashuru)। কিন্তু ছবি মুক্তির সময় আর আমাদের মাঝে নেই ছবির প্রধান দুই তারকা, সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। প্রেক্ষাগৃহে রমরমিয়ে চললেও সৌমিত্র-স্বাতীলেখাকে প্রত্যেক মুহূর্তে স্মরণ করেন পরিচালকদ্বয়।


সৌমিত্রর স্মরণে পোস্ট শিবপ্রসাদের


মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে 'উইন্ডোজ'-এর অফিসে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় ও তাঁদের মধ্যমণি সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে নস্ট্যালজিক শিবপ্রসাদ ক্যাপশনে লেখেন, 'স্মৃতি এবং সেই মানুষটা'। হ্যাশট্যাগে লেখেন, 'মিসিং ইউ'। 


 






শিল্পীরা তাঁদের নশ্বর দেহ ছেড়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে চিরকাল তাঁদের শিল্পের মধ্যে দিয়েই থেকে যান। সৌমিত্র-স্বাতীলেখার টানে হাজার হাজার দর্শক হলমুখী হয়েছেন। কখনও হেসেছেন, কখনও ভেসেছেন চোখের জলে। উপভোগ করেছেন তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবি। আর প্রত্যেক মুহূর্তে এই দুই তাবড় অভিনেতার অবদান মনে করছেন পরিচালকদ্বয়।


আরও পড়ুন: Amitabh Bachchan Upcoming Film: অমিতাভ বচ্চন-অনুপম খেরের 'উঁচাই' ছবির মুক্তির দিন ঘোষণা


প্রসঙ্গত, আগামী ২৯ জুলাই দেশজুড়ে মুক্তি পাবে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের অপর এক ছবি। শৈবাল মিত্রের পরিচালনায় 'এ হোলি কনস্পিরেসি' মুক্তির অপেক্ষায়। ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকেও।