মুম্বই: প্রতারণার শিকার (fraud) আলিয়া ভট্টের (Alia Bhatt) 'প্রেমিক'। বিখ্যাত নৃত্যশিল্পী (Dancer) ও অভিনেতা (Actor) শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari) সম্প্রতি শেয়ার করেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। অনুরাগীদের সঙ্গে তাঁর প্রতারিত হওয়ার ব্যাপারে জানান এবং একইসঙ্গে দ্রুত পদক্ষেপের দাবি করেছেন। তাঁর পোস্ট দেখে পরিষ্কার যে, এই ডিজিট্যাল যুগে কেবল সাধারণ মানুষ নন, যে কোনও মুহূর্তে যে কোনও ধরনের প্রতারণার শিকার হতে পারেন তারকারাও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কী বললেন অভিনেতা?


আর্থিক প্রতারণার শিকার শান্তনু, কী বার্তা দিলেন শিল্পী?


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে একটি অভিযোগ করেন শিল্পী। তিনি লেখেন, 'অবিশ্বাস্য! আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার - একটি কার্ড জেনারেট হয়েছে আমার অজান্তেই। কোনও ওটিপি পাইনি। এবং আমাক রেজিস্টার্ড ইমেল ও ফোন নং বদলে দেওয়া হয়েছে কোনও ভেরিফিকেশন ছাড়াই!... দ্রুত পদক্ষেপ নিয়ে অ্যাকাউন্টের নিরাপত্তা ফিরিয়ে আনলে এবং এই আজব পরিস্থিতি থেকে উদ্ধার করলে খুবই বাধিত থাকব।' তাঁর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য একটি কার্ড তৈরি করা হয়েছে এবং তাঁর ফোন নং, ইমেল আইডি বদলে দেওয়া হয়েছে। এই ঘটনা এককথায় ভয়ঙ্করই বলা চলে। এই ঘটনা কার্যত আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের সকলের ব্যক্তিগত তথ্য কতটা বিপদের মুখে এবং সচেতনতা বাড়ানো কতটা প্রয়োজনীয়। 




শান্তনু মাহেশ্বরী বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত নাম। একাধিক রিয়েলিটি শো, ধারাবাহিকে একের পর এক অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক ওয়েব শো, মিউজিক ভিডিওয়। বিশ্বের দরবারে ডান্স রিয়েলিটি শোয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বড়পর্দায় তাঁর প্রথম বড় ব্রেক, সঞ্জয় লীলা ভনশালীর ছবি 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'তে আলিয়া ভট্টের বিপরীতে অভিনয়। কলকাতার ছেলে শান্তনুকে দেখা যাবে পরিচালক প্রতীম ডি গুপ্তার আগামী বাংলা ছবিতেও। পুজোর আগে কলকাতায় শ্যুটিং সেরে গেছেন তিনি। 


আরও পড়ুন: 'Heeramandi' First Look Teaser: গণিকাদের দুনিয়ায় দর্শকদের স্বাগত! প্রকাশ্যে সঞ্জয় লীলা ভনশালীর 'হীরামাণ্ডি'র প্রথম লুক টিজার


কলকাতায় শ্যুটিং সারার সময় পরিচালক যে তাঁর নিরামিশাষী অভিনেতার খাওয়া-দাওয়া নিয়ে প্রায়ই চিন্তায় পড়তেন তাও জানা যায় শান্তনুর কথায়। এবিপি লাইভকে শান্তনু জানান বেশ ঘুরে ঘুরে শ্যুটিং চলছিল বলে 'স্ট্রিট ফুড'-এর মধ্যে ফুচকা আর ঝালমুড়িই খেয়েছিলেন বেশি। তখন শান্তনুর গলায় আফসোসের সুরও শোনা যায়। তিনি বলেন, 'যেখানে যেখানে শ্যুটিং করলাম এখনও ভাল ঝালমুড়ি ঠিকঠাক পেলাম না।' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে