কলকাতা: এখনকার তরুণ প্রজন্ম ভীষণভাবে প্রযুক্তি নির্ভর। এবারে বাজেটে সেই দিকটাই তুলে ধরলেন নির্মলা সীতারমণ। ২০২৪ সালের বাজেটে ‘টেক স্য়াভি’  তরুণদের জন্য বড় ঘোষণা করলেন বাজেট বক্তৃতায়।


৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ !


গবেষণা  ও উন্নয়ন খাতে বড় বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এক লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। এই টাকা ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে তরুণদের। দীর্ঘমেয়াদি ঋণ হিসেবেই এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একবার বিনিয়োগের পর পুনরায় বিনিয়োগ করা যাবে। সেক্ষেত্রেও সুদের হার খুব কম বা শূন্য হবে। এই ঋণের টাকা প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করবে। ওই ক্ষেত্রকে ব্যবসা বাড়াতে সাহায্য করবে বলেই আশা নির্মলার। যেসব ক্ষেত্রগুলি এখন উদীয়মান, সেখানে গবেষণা ও উন্নয়ন জরুরি বলে জানান নির্মলা। সেই কারণেই এক লাখ কোটির এই বরাদ্দ ঘোষণা করা হল।


‘আত্মনির্ভরতা’র প্রকল্প


এই সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে নির্মলা জানান, এখন তরুণ ও প্রযুক্তি দুই পক্ষকেই দরকার। এই দুই পক্ষের শক্তি একজোট করে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এর জন্য একটি নতুন প্রকল্পও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তাঁর কথায় সেই প্রকল্প আদতে ‘আত্মনির্ভরতা’র ধারণাকেই আরও উৎসাহিত করবে।


বিজ্ঞানের পাশাপাশি উদ্ভাবনায় জোর 


বিজ্ঞানের পাশাাপাশি এবার উদ্ভাবনার দিকে জোর দিল  নরেন্দ্র মোদী সরকারের ২০২৪ সালের বাজেট। আর এই উদ্ভাবনের জন্যই জরুরি গবেষণা ও উন্নয়ন  (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)। এর জন্য ১ লাখ কোটি বরাদ্দ করার আগে আরেকটি দিক তুলেন ধরেন নির্মলা। তিনি বলেন, প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন ‘জয় জওয়ান জয় কিষাণ’। এর পর প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেন, ‘জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান’। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, ‘জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান জয় অনুসন্ধান’। আর অনুসন্ধানের জন্যই উদ্ভাবনকে জোর দেওয়া হল বাজেটে। কারণ নির্মলার কথায়, উদ্ভাবনই উন্নয়নের ভিত্তি।


প্রযুক্তিতে জোর


ডিজিটাল ভারতের সুর ধরেই প্রযুক্তির কথা উঠে আসে নির্মলার কথায়। তিনি বলেন, ভারত প্রযুক্তির দিক থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। সারা বিশ্বে ভারতের জন্য সুযোগ তৈরি হয়েছে। এবার সেই প্রযুক্তিকেই জোর দেওয়া হবে। নতুন উদ্যোগ ও উদ্ভাবনের মাধ্যমে তা করা হবে।


আরও পড়ুন - Budget Highlights 2024: যাত্রীদের সুবিধায় চালু হবে ই-বাস ! ইলেকট্রিক গাড়ি নিয়ে কী রইল বাজেটে ?