কলকাতা: বাংলাদেশে চলছে ঢাকা চলচ্চিত্র উৎসব, আর সেখানেই আমন্ত্রণ পেয়ে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। শুধু তিনিই নয়, সঙ্গে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও মমতাশঙ্কর (Mamata Shankar)-ও। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অভিনেত্রীরা।


গত বুধবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাসভবনে হাজির হয়েছিলেন শর্মিলা, স্বস্তিকা ও মমতাশঙ্কর। বেশ কিছুটা সময় একসঙ্গে কাটান তাঁরা। এছাড়াও এদিনকার বৈঠকে ছিলেন, জাতীয় সংসদের সদস্য শাহরিয়ার আলম ও ‘রেনবো ফিল্ম সোসাইটি’র সভাপতি আহমেদ মুজতবা জাবাল। প্রসঙ্গত, 'পুরাতন' ছবির শ্যুটিং চলছে। দীর্ঘদিন পরে এই ছবির হাত ধরেই বাংলা ছবিতে কাজ করছেন শর্মিলা। সেই ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে 'বিজয়ার পরে' ছবিটি। সেই ছবিতে মা-মেয়ের ভূমিকায় দেখা গিয়েছে স্বস্তিকা ও মমতাশঙ্করকে। এদিন মূলত সিনেমা সংক্রান্তই কথায় হয় অভিনেত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে।রেনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এই চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।


প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে 'বিজয়ার পরে'। দুর্গাপুজোর আবহে মুক্তি পাওয়া এই ছবি বলবে সম্পর্কের গল্প। এই ছবিতে স্বস্তিকার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মমতাশঙ্কর আর বাবার ভূমিকায় দেখা গিয়েছিল দীপঙ্কর দে-কে। এই ছবিটি নিয়ে এবিপি লাইভকে সাক্ষাৎকার দিতে গিয়ে স্বস্তিকা বলেছিলেন, 'এখন তো আর সিনেমা ছাড়া ব্যক্তিগত জীবনে বাবা-মা বলতে পারি না। তাই ওই অভিনয় করার সময়টুকু মনে হয়.. আমার ও অভিভাবক আছে, মাথায় বড়দের হাত আছে। যে না পাওয়াটা নিজের জীবনে রয়েছে, সেটা কাজের মধ্যে, ছবির মধ্যে দিয়ে যদি অল্পবিস্তর মিটিয়ে নেওয়া যায়...।'


 


আরও পড়ুন: Chemistry Mashi: সংসারে থেকে নিজের পরিচয় খোঁজার 'কেমিস্ট্রি', সৌরভ-দেবশ্রীর সিরিজের ঝলক প্রকাশ্যে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।