কলকাতা: আচ্ছা, রসায়ন কী খুব সোজা? নাকি বেশ কঠিন? সেই রসায়ন পড়াতে গিয়ে যদি গ্রেফতার হতে হয় কাউকে? সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) পরিচালিত সিরিজে দেখানো হয়েছে এমন এক গল্পই। প্রকাশ্যে এল দেবশ্রী রায়ের (Debosree Roy) প্রথম ওয়েব সিরিজ 'কেমিস্ট্রি মাসি' (Chemistry Mashi)-র ট্রেলার। যে ওয়েব সিরিজ নিয়ে অপেক্ষা ছিল অনেকেরই, তাঁদের কতটা কৌতুহল নিরসন করল ট্রেলার?


দেবশ্রী রায় এই সিরিজে এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যে সংসারের বাইরেও নিজের জীবন খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। একসময় ভালবাসতেন রসায়ন বিষয়টিকে। পরবর্তীতে, অনলাইনে গরীব ছেলেমেয়েদের পড়ানো শুরু করেন তিনি। তবে বাধ সাধে ব্যবসায়ীক একটি প্রতিষ্ঠান। সুচরিতা (দেবশ্রীর চরিত্রের নাম) ততদিনে হয়ে উঠেছেন 'কেমিস্ট্রি মাসি'। চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কেসে। গ্রেফতার হতে হয় 'কেমিস্ট্রি মাসি'-কে। তারপর? সুচরিতা কতটা পাশে পাবে তাঁর পরিবারকে? কোন কোন কঠিন পরিস্থিতিই বা পেরোতে হবে তাঁকে? সেই গল্পই বলবে সৌরভের 'কেমিস্ট্রি মাসি'।


এই ছবি সম্পর্কে দেবশ্রী বলছেন, 'দীর্ঘদিন পরে এই সিরিজের হাত ধরেই আমার ক্যামেরার সামনে ফেরা। এ যে আমার কাছে খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগের মতোই। তবে হ্যাঁ... এই প্ল্যাটফর্মটা এক্কেবারে নতুন আমার কাছে। এতদিন আমায় বড়পর্দায় দেখে অভ্যস্থ ছিলেন মানুষ। এবার আমায় দেখবেন ওটিটিতে। 'কেমিস্ট্রি মাসি'-র গল্পটা আমায় ভীষণ আকৃষ্ট করে। সেই কারণেই রাজি হয়েছিলাম।'


পরিচালক সৌরভ বলছেন, 'আমরা সবাই মিলে পরিশ্রম দিয়েছি, চেষ্টা করেছি 'কেমিস্ট্রি মাসি'-র জন্য। এই ওয়েব সিরিজটা এমন মানুষদের জন্য তৈরি, যাঁরা সংসারের সমস্ত চাপ সামলেও নিজেদের জীবন বেছে নিতে চান। সুচরিতা লাহিড়ীর ভূমিকায় নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন দেবশ্রী রায়। ৩০ বছরের সংসার করার পরে, নিজের জীবন খুঁজে নিতে চান এই চরিত্র। আর সেই পথে হাঁটতে গিয়েই একের পর এক বাধা আসে সুচরিতার জীবনে। দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভোলবার নয়।'


 






আরও পড়ুন: Subhasree-Abir: রাজের প্রযোজনায় শুভশ্রী, আবির, সৌরসেনী, রাজের 'বাবলি'-র শুভ মহরত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।