কলকাতা: অভিনয়ে পা রেখেছিলেন আগেই, তবে ইতিমধ্যে সবচেয়ে চর্চায় তাঁর পরিচালক সত্ত্বা। 'দ্য ব্যাডস অফ বলিউড' পরিচালনা করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan)। গোটা সিরিজ জুড়ে তাঁর গল্প বলার ধরণ থেকে শুরু করে বুদ্ধিমত্তা, ছোট ছোট মজার মুহূর্ত.... সবকিছুই খুব পছন্দ হয়েছে দর্শকদের। ববি দেওল, রাঘব জুয়াল এবং লক্ষ্য লালওয়ানির সঙ্গে আরও অনেক তারকা এই সিরিজে অভিনয় করেছেন। আর সম্প্রতি, । 'দ্য ব্যাডস অফ বলিউড' দেখে নিজের মতামত জানিয়েছেন শশী তারুর (Shashi Tharoor)। তিনি অসুস্থ, সেই কারণে কাজ থেকে দিন ২ -এর বিরতি নিয়েছেন শশী তারুর। সেই সময়টুকু পেয়েই ব্যস্ত রাজনীতিবিদ মন দিয়েছিলেন সিরিজে। আর তাঁকে মুগ্ধ করেছে আরিয়ানের সিরিজ, 'দ্য ব্যাডস অফ বলিউড'।

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন শশী তারুর। সেখানে তিনি লিখেছেন, 'আমি গত দু'দিন ধরে সর্দি-কাশিতে ভুগছিলাম, আর সেই কারণে আমার অনেকগুলি কাজ ও বাতিল করতে হয়েছে। এই সময়ে আমার বোন স্মিতা তারুর এবং কর্মচারীরা আমাকে বিশ্রাম নিতে এবং নেটফ্লিক্স ইন্ডিয়া (Netflix India)-এ আসা এই নতুন সিরিজটি দেখার পরামর্শ দেন। এটি আমার জন্য এখন পর্যন্ত সেরা জিনিসগুলির মধ্যে একটি প্রমাণিত হয়েছে, একেবারে ওটিটি গোল্ড!' শশী তারুর আরও লিখেছেন- 'এইমাত্র আরিয়ান খানের পরিচালক হিসাবে প্রথম ছবি, 'দ্য ব্যাডস অফ বলিউড' দেখে শেষ করলাম। আমি প্রশংসা করার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না। ছবিটির মন কাড়তে একটু সময় নেবে ঠিকই, তবে একটু এগোলেই ছবিটি ছেড়ে আর আপনি উঠতে পারবেন না।' এরপর তিনি শাহরুখ খান-কে ট্যাগ করে লিখেছেন- 'এক পিতা থেকে অন্য পিতার জন্য বার্তা, আমি বলতে চাই: আপনার খুব গর্বিত হওয়া উচিত।'

 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্ট।