মুম্বই: আর মাত্র ৩ দিন। ২৩ জুন গাঁটছড়া বাঁধবেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)। সেই নিয়ে জল্পনা নেহাত কম হচ্ছে না। তার ওপর জুড়েছে এই জল্পনাও যে মেয়ের বিয়েতে কি আদৌ উপস্থিত থাকবে সিন্হা পরিবার? এই প্রবল গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন সোনাক্ষীর বাবা, অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিন্হা। একাধিক প্রতিবেদন সূত্রে খবর মিলেছিল, যে কনের বাড়ির লোকজন, বিশেষত শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha), মেয়ের বিয়েতে যাচ্ছেন না। যদিও অভিনেতা সম্প্রতি এই জল্পনায় জল ঢেলেছেন। 

Continues below advertisement

মেয়ের বিয়েতে যাচ্ছেন না শত্রুঘ্ন? জল্পনার অবসান ঘটালেন অভিনেতা

সম্প্রতি বিনোদন সংস্থা 'জুম'কে দেওয়া এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিন্হা জানান যে নিজের মেয়েকে নিয়ে যথেষ্ট গর্বিত, এবং তাঁর বিয়েতে আশীর্বাদ করতে অবশ্যই বাবা উপস্থিত থাকবেন। তিনিই মেয়ের শক্তির অন্যতম কঠিন স্তম্ভ বলে জানান অভিনেতা। যাঁরা তাঁর পরিবারে 'সমস্যা' আছে বলে গুজব ছড়াচ্ছেন তাঁদের তিনি 'নিজের কাজে মন দেওয়া'র উপদেশ দিয়েছেন। 

Continues below advertisement

শত্রুঘ্ন সিন্হার কথায়, 'আমাকে বলুন, এটা আদতে কার জীবন? এটা আমার একমাত্র মেয়ের জীবন, সোনাক্ষীর জীবন, যাঁর প্রতি আমি অত্যন্ত গর্বিত এবং যাঁকে খুব ভালবাসি। ও আমাকে নিজের শক্তির উৎস বলে। আমি বিয়েতে অবশ্যই উপস্থিত থাকব। কেন থাকব না?'

মেয়ের পছন্দের প্রশংসা করে বলেন, ওঁদের একসঙ্গে খুবই ভাল দেখতে লাগে। তিনি বলেন, 'আমি এখনও মুম্বইয়েই রয়েছি তাতেই বোঝা যাচ্ছে যে আমি একমাত্র ওর শক্তি হিসেবে নয়, ওর কবচ হিসেবেও রয়েছি। সোনাক্ষী ও জাহিরকে একসঙ্গে জীবন কাটাতে হবে। ওঁদের একসঙ্গে খুবই ভাল লাগে।' সকল সমালোচকদের জবাব দিতে নিজের সিগনেচার ঢঙে তাঁকে বলতে শোনা যায়, 'আমি সেই সমস্ত মানুষকে আমার পরিচিত সংলাপ দিয়ে সতর্ক করতে চাই: 'খামোশ', এটা আপনাদের দেখার বিষয় নয়। শুধু নিজেদের কাজে মন দিন।'

আরও পড়ুন: Sonakshi Sinha Wedding: 'বাচ্চার নাম নিয়েও বিতর্ক হবে...', সোনাক্ষীর বিয়ে নিয়ে এ কী বললেন স্বরা ?

শোনা যাচ্ছে ২৩ জুন 'বিশেষ বিবাহ আইন'-এর অধীনে কোর্ট ম্যারেজ করবেন সোনাক্ষী ও জাহির। এর আগে তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র থেকে গায়ে হলুদের খুঁটিনাটি, একাধিক তথ্যই হয়েছে ভাইরাল। তবে এই প্রথম সোনাক্ষীর পরিবারের কেউ বিয়ে সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।