মুম্বই:  গত ৩১ মে বার্লিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু সেদিন প্রিয়ঙ্কার পোশাক দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। একটি হাঁটু পর্যন্ত ফ্রক পরে মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। তারপরই তাঁকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের সামনে পড়তে হয়।

ছবি সৌজন্যে প্রিয়ঙ্কার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট

তবে সমালোচনা বা বিতর্কের মুখে দমে যাওয়ার পাত্রী নন অভিনেত্রী। তিনি তারপর ইনস্টাগ্রামে তাঁর মায়ের সঙ্গে একটি ছবি দেন, লেখেন 'লেগস ফর ডেস'।





তবে কয়েকদিনের বিরতির পর অবশেষে মেয়ের এই ছোট পোশাক নিয়ে মুখ খুললেন মা মধু চোপড়া। তিনি বলেন, আমি আমার মেয়েকে শিখিয়েছি, ‘তুমি যদি কোনও ভুল না কর, তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই’। প্রিয়ঙ্কা সেদিন ‘বেওয়াচ’-এর প্রচারে যাচ্ছিলেন। আচমকাই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়ে যায়। সেইসময় পোশাক পাল্টে এসে মোদীর সঙ্গে দেখা করার সময় ছিল না। সেদিনের বৈঠকটি পূর্ব পরিকল্পিত ছিল না, পুরোটাই আচমকা ঘটে যায়।

এদিকে ট্রোলড হওয়ার কয়েকদিনের মধ্যেই মা-মেয়ের উন্মুক্ত পায়ের ছবি, আসলে নেটিজেনদেরই ঘুরিয়ে জবাব দিয়েছিলেন অভিনেত্রী, জানিয়েছেন প্রিয়ঙ্কার মা।

এছাড়া তাঁর মেয়ের ব্রিটিশ-ইন্ডিয়ান চলচ্চিত্র পরিচালক গুরিন্দার চাড্ডার সঙ্গে এইমুহূর্তে কাজ করার খবর সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন মধু। তাঁর দাবি কান গিয়ে তাঁদের দেখা হয়েছিল ঠিকই, কিন্তু এখনই কাজ করার কোনও সম্ভাবনা নেই।