কলকাতা: শুক্রবার মুম্বইয়ে শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)-র মৃত্যু হয়েছে। মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন 'কাঁটা লগা গার্ল'। কিন্তু প্রত্যেকেরই প্রশ্ন, কেন তাঁর মৃত্যু হয়েছে। শেফালি জারিওয়ালার মৃত্যু নিয়ে প্রত্যেকেই মনেই প্রশ্ন রয়ে গিয়েছে। প্রাথমিক ময়না তদন্তে জানা গিয়েছিল, অভিনেত্রীর মৃত্যুতে কোনও অস্বাভাবিকত্ব পাওয়া যায়নি। তবে অনেক চিকিৎসক সন্দেহ করছেন, হঠাৎ রক্তচাপ কমে যায় অভিনেত্রীর। সেটাও তাঁর মৃত্যুর কারণ হতে পারে। জানা যাচ্ছে, শেফালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপরেই হঠাৎ তাঁর রক্তচাপ কমে যায়।

কম রক্তচাপের কারণে কি শেফালি জরিওয়ালার মৃত্যু হয়েছে?

পুলিশের জানানো তথ্য অনুযায়ী, অভিনেত্রী শুক্রবার রাতে তাঁর বাড়িতে অজ্ঞান হয়ে যান। তাঁর স্বামী, টেলিভিশন অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে অন্ধেরির বেলেভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। পরে তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য জুহুর আর এন কুপার হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, কুপার হাসপাতালের ডাক্তারদের সন্দেহ যে শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ তাঁর রক্তচাপ হঠাৎ করে কমে যাওয়া। পুলিশ জানিয়েছে, অভিনেত্রী রবিবার তাঁর বাড়িতে সত্যনারায়ণ পূজার জন্য উপবাস করেছিলেন। তাঁর স্বামী পুলিশকে জানিয়েছেন, যে আগের দিন তৈরি করা খাবার খাওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে যান।

ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ

অন্যদিকে, পুলিশ প্রয়াত অভিনেত্রীর স্বামী এবং পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে। তাঁর বাড়ি থেকে পঞ্চনামা সংগ্রহ করার সময়, পুলিশ দুটি বাক্স খুঁজে পায় যেখানে অ্যান্টি-এজিং ট্যাবলেট, স্কিন গ্লো ট্যাবলেট এবং ভিটামিন ট্যাবলেট ছিল। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেত্রীর পরিবার জানিয়েছে যে তিনি ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছিলেন, তবে এতে তাঁর কোনও সমস্যা হয়নি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে সবাই। জরিওয়ালার পরিবার শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করেছে কারণ পুলিশ দুর্ঘটনাবশত মৃত্যুর (এডিআর) মামলা রুজু করেছে।

সত্তরের দশকের ‘সমৃদ্ধি’ ছবির এই গানটি নতুন করে তৈরি হয়েছিল ২০০২ সালে। তুমুল জনপ্রিয় হয়ে যায় সেই রিমেক। রিমেক গানের ভিডিওতেই দেখা মিলেছিল শেফালি জরিওয়ালার। রাতারাতি তিনি চলে আসেন চর্চার কেন্দ্রে। বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে যায় নতুন এই নায়িকাকে নিয়ে। তাঁকে অন্যতম সম্ভাবনাময় নায়িকা বলা হত। কিন্তু খুব অদ্ভুতভাবে, নিজেকে এরপরেই গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন 'কাঁটা লগা গার্ল'।