মুম্বই: চাইলেও অনেক সময় মুখ ফুটে কিছু বলতে নেই। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) মৃত্যুর পর থেকেই সেই নীতি মেনে চলছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। রবিবার সিদ্ধার্থের জন্মদিনেও সেই ধারাই অব্যাহত রাখলেন তিনি।
রবিবার, ১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মদিন (Siddharth Shukla Birth Anniverary)। বেঁচে থাকলে ৪১-এ পা দিতেন। তা নিয়ে সকাল থেকেই নেটমাধ্যমে শোকপ্রকাশ করে চলেছেন তাঁর অনুরাগীরা। শেহনাজ কী বলেন, সে দিকেও তাকিয়েছিলেন সকলে।
কিন্তু একান্ত ব্যক্তিগত অনুভূতিকে প্রকাশ্যে চাউর করতে চাননি শেহনাজ। তাই শুধু সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করেছেন তিনি। নিজের কোনও বক্তব্য লেখেননি তাতে। শোকে বিহ্বল হয়ে পড়াতেই শেহনাজ কিছু লেখেননি বলে মত ‘সিড-নাজ’ অনুরাগীদের।
অনেকে আবার মনে করছেন, ওই ছবির মধ্যেই শেহনাজের মনের কথা লুকিয়ে রয়েছে। তাঁদের যুক্তি, শেহনাজ সিদ্ধার্থের যে ছবি পোস্ট করেছেন, তাতে দেবদূত রূপে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতাকে। এই ছবিটি পোস্ট করার পিছনে যদিও অন্য কারণ দেখতে পাচ্ছেন ‘সিজ-নাজ’ অনুরাগীদের একাংশ। তাঁদের মতে, সিদ্ধার্থ আসলে শেহনাজের জীবনে দেবদূত হয়ে এসেছিলেন, চিরকাল তাই থাকবেন, তাঁকে আগলে রাখবেন। তা বোঝাতেই এমন ছবি পোস্ট করেছেন শেহনাজ।
উল্লেখ্য, প্রথম দেখা থেকে ঘনিষ্ঠতা এবং মৃত্যু দিয়ে বিচ্ছেদ, সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্কের শুরু থেকে শেষ, গোটা পর্বের সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা। জনপ্রিয় মডেল থেকে সমালোচকদের প্রশংসা কুড়নো সিদ্ধার্থ যখন ২০১৯ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশ নেন, সেখানেই পাঞ্জাবি কন্যা শেহনাজের সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাৎ তাঁর।
অল্প দিনের মধ্যেই সিদ্ধার্থ এবং শেহনাজের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বন্ধু থেকে বিশেষ বন্ধুতে পরিণত হন তাঁরা। ‘বিগ বস’ শেষ হওয়ার পরেও একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। সিদ্ধার্থের বাড়িতে, তাঁর পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করতে দেখা যায় শেহনাজকে। এমনকি তাঁকে বলিউডের উপযুক্ত করে তোলার দায়িত্ব সিদ্ধার্থ নিজের কাঁধেই নিয়েছিলেন বলে শোনা যায়।
গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের (Siddharth Shukla Death)। মৃত্যুর সময়ও শেহনাজ তাঁর বাড়িতে ছিলেন এবং শেহনাজের কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিদ্ধার্থের মৃত্যুর পর বিধ্বস্ত অবস্থায় শ্মশানে দেখা গিয়েছিল শেহনাজকে। তার পর থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। কাজের খাতিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও, আগের সেই ছটফটে শেহনাজ হারিয়ে গিয়েছেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা। সিদ্ধার্থের জন্মদিনে কোনও মন্তব্য করতে না পারাও শেহনাজের শোকেরই প্রকাশ বলে মনে করেছেন তাঁরা।