নয়াদিল্লি: অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill) 'বিগ বস ১৫'-এর শেষ পর্বে (Bigg Boss 15 Grand Finale) উপস্থিত হতে এবং প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লকে (Sidharth Shukla) শ্রদ্ধা জানাতে প্রস্তুত। অভিনেত্রী এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিদ্ধার্থের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি শেয়ার করেছেন। শেহনাজ তাঁর ইনস্টাগ্রামে সিদ্ধার্থ শুক্লর পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতি শেয়ার করেছেন এবং অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন যে তাঁরা যদি কোনও প্রোজেক্টে সিদ্ধার্থের নাম ব্যবহার করতে চান তবে তাঁর প্রিয়জনেদের যেন আগে জানান।


সিদ্ধার্থের পরিবারের তরফ থেকে দেওয়া বিবৃতিতে লেখা হয়, 'সিদ্ধার্তের সমস্ত শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে। আমরা, পরিবার হিসাবে, একটি অনুরোধ নিয়ে এসেছি, আমরা আশা করি আপনারা সবাই সেটাকে সম্মান করবেন। সিদ্ধার্থ নিজের মতো এগিয়ে গেছে, সে আর নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু সে এখনও আমাদের জীবনের এবং আমাদের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ এবং আমরা তাঁর ইচ্ছা রক্ষা করার জন্য এখানে আছি। আমরা প্রত্যেককে অনুরোধ করছি যাঁরা সিদ্ধার্থের নাম এবং/অথবা মুখ ব্যবহার করতে চান, অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের জিজ্ঞাসা করার জন্য এক মুহূর্ত সময় নিন। আমরা সিদ্ধার্থের পছন্দ জানি, আমরা জানি সে কী চাইতে পারে এবং তাঁর জন্য আমাদের সিদ্ধান্ত এই সব মাথায় রেখেই হবে। এবং যদি এমন কিছু কাজ থাকে যা নিয়ে ও খুশি ছিল না, আমরা নিশ্চিত যে সে সেগুলিকে মুক্তি দিতে চাইবে না। সিদ্ধার্থ যখন আমাদের মধ্যে ছিল তখন যা মুক্তি পায়নি, সেগুলোর মুক্তির জন্য ওর সম্মতি বা অভিপ্রায় ছিল না। তাই অনুগ্রহ করে আমরা তার ইচ্ছেকে গুরুত্ব দিই এবং ওকে ভালবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, স্নেহের সঙ্গে স্মরণ করি...।'




এর আগেই, কালার্স টিভির পক্ষ থেকে একটি প্রোমো শেয়ার করা হয়। সেখানে প্রকাশ করা হয় যে শেহনাজ গিল প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে 'বিগ বস ১৫'-এর গ্র্যান্ড ফিনালে পর্বে উপস্থিত হবেন।


 






২ সেপ্টেম্বর, ২০২১-এ মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লর। 


আরও পড়ুন: Shilpa Shetty Update: রিচার্ড গেয়ার - শিল্পা শেট্টি মামলায় নায়িকাকে স্বস্তি দিল আদালত