মুম্বই: অবশেষে আদালতে স্বস্তি শিল্পা শেট্টির। হলিউড তারকা রিচার্ড গেয়ারের সঙ্গে প্রকাশ্যে চুম্বন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এতদিন। আজ আদালতে সেই মামলায় শিল্পাকে স্বস্তি দিল আদালত।
২০০৭ সালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্পা ও রিচার্ড (Shilpa Shetty and Rechard)। সেই অনুষ্ঠানে ভরা সমাবেশে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খান হলিউড অভিনেতা। হইহই পড়ে যায় চতুর্দিকে। অশ্লীলতার অভিযোগ এনে এই ঘটনার বিরুদ্ধে রাজস্থান এবং গাজিয়াবাদে মোট তিনটি মামলা দায়ের হয় দুই তারকার বিরুদ্ধে। আজ সেই মামলায় আদালতে শিল্পাকে স্বস্তি দিল আদালত। ওই ঘটনায় শিল্পা বিবৃতি দিয়েছিলেন যে, তিনি ঘটনার আকস্মিকতায় তিনি একটাই চমকে গিয়েছিলেন, যে তিনি সেই মুহূর্তে প্রতিবাদ করতে পারেননি। এই বিবৃতি আদালতেও দেন। কিন্তু তার জন্য স্রেফ কল্পনার ভিত্তিতে তাঁকে এই ঘটনার জন্য দায়ী করা যায় না। এই মামলা থেকে মুক্তির আবেদনও জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীত আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে: সৌম্য ঋত
আজ সেই মামলায় শিল্পাকে স্বস্তি দিয়ে আদালত জানায়, শিল্পার বিরুদ্ধে ওঠা ইচ্ছাকৃত অশ্লীলতা ভিত্তিহীন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকী চহ্বান জানান, ঘটনার পরেই নিজের অবস্থান স্পষ্ট করে এই ব্যাখ্যা দিয়েছিলেন অভিনেত্রী। সেই ব্যাখ্যা, পুলিশের তদন্ত রিপোর্ট এবং যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তাঁর অভিমত, এই ঘটনায় শিল্পার কোনও ভূমিকা ছিল না। তার পরেই সমস্ত অভিযোগ থেকে বলিউড অভিনেত্রীকে মুক্তি দেয় আদালত।
অন্যদিকে, ২০২১ সালের জুলাই মাসে পর্নকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। ২ মাস জেলে ছিলেন তিনি। এরপর একাধিকবার শিল্পা শেট্টি জনসমক্ষে এলেও সবার সামনে আসেননি রাজ কুন্দ্রা। এমনকি বছর শেষে ছেলের সঙ্গে একটি রেস্তোরাঁয় দেখা যায় তাঁকে। সেখানে ক্যামেরা দেখে মুখ ঢাকেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর প্রকাশ্যে কোনো বক্তব্য রাখতে দেখা যায়নি তাঁকে। বরং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেসময়েই মুখে দিয়েছিলেন তিনি।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়ার পর ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। জামিন পাওয়ার পর থেকে একবারও জনসমক্ষে শিল্পা শেট্টির ছবিই প্রকাশ্যে এনেছিল রাজ কুন্দ্রাকে। শিল্পা শেট্টির অনুরাগীদের অজানা নয় যে দীপাবলি মিটতেই অভিনেত্রী পরিবারসহ হিমাচল প্রদেশেক ধর্মশালায় বেড়াতে গিয়েছেন। সেখান থেকে তিনি আগেও ভিডিও পোস্ট করেছিলেন। আর সেখানেই অনুরাগীদের ক্যামেরাবন্দি হলেন সস্ত্রীক রাজ কুন্দ্রা। সম্প্রতি কোনও এক ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধর্মশালার কোনও মন্দির দর্শন করতে গিয়েছেন দম্পতি।