ফের কাজে ফিরছেন শেহনাজ গিল? শ্যুটিং শুরু করতে পারেন ৭ অক্টোবর

সিদ্ধার্থের মৃত্যুর পর জনসমক্ষে বিশেষ আসেননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন এখন। বলা যেতে পারে, এই ঘটনার পর বহির্জগতের সঙ্গে প্রায় সব সম্পর্কই ছিন্ন করেছেন শেহনাজ।

Continues below advertisement

নয়াদিল্লি: একমাস পেরিয়ে গেছে। ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই মৃত্যু হয় টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। এখনও সেই শোক সেভাবে কাটিয়ে উঠতে পারেননি 'বিগ বস ১৩' খ্যাত শেহনাজ গিল। এই ঘটনার পর জনসমক্ষে বিশেষ দেখাও যায়নি অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ সক্রিয় নন এখন তিনি। বলা যেতে পারে, সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর বহির্জগতের সঙ্গে প্রায় সব সম্পর্কই ছিন্ন করেছেন শেহনাজ। এমনকী তাঁর নতুন ছবি 'হসলা রাখ'-এর প্রোমোশনেও যাননি তিনি। 

Continues below advertisement

 

সম্প্রতি শেহনাজ গিলের পঞ্জাবি ছবি 'হসলা রাখ'-এর প্রযোজকেরা জানিয়েছেন তাঁরা অপেক্ষায় ছিলেন যদি অভিনেত্রী একটি প্রোমোশনাল গানে শ্যুট করেন। কিন্তু তাঁর মানসিক অবস্থার কথা মাথায় রেখেই নির্মাতারা ভেবেছিলেন আদৌ গানটি শ্যুট করা সম্ভব হবে কি না। প্রথমে শ্যুটটি ১৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও সেই শিডিউল পিছিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর অনুযায়ী, প্রযোজকেরা শেহনাজকে শেষ পর্যন্ত শ্যুটে আসতে রাজি করাতে পেরেছেন। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, শেহনাজ গিল আগামী ৭ অক্টোবর শ্যুটিং করবেন।

 

প্রযোজক বলেন, 'আমি শেহনাজের টিমের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখেছিলাম এবং তাঁরা সম্পূর্ণ আপডেট দিচ্ছিলেন আমাদের। তিনি খুবই প্রোফেশনাল ও আমরা অত্যন্ত খুশি যে তিনি আমাদের সঙ্গে প্রোমোশনাল গান শ্যুট করতে রাজি হয়েছেন। ওঁর ভিসার ওপর নির্ভর করে আমরা হয় ইংল্যান্ডে শ্যুট করব বা ভারতে।'

Continues below advertisement
Sponsored Links by Taboola