কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ইসিএলের এক খোলামুখ কয়লাখনির বেসরকারি নিরাপত্তারক্ষী রহস্যজনকভাবে খুন হলেন। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকার বাঁশরা খোলামুখ কয়লাখনিতে ওই ঘটনা ঘটেছে । গতকাল রাতে থেকে ডিউটিতে ছিলেন ওই নিরাপত্তারক্ষী। আজ সকালে সহকর্মীরা এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । কাছাকাছি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিত্সকরা মৃত বলে জানান । মৃতের সহকর্মীদের অভিযোগ, কয়লা চোরেরা চুরি করতে এসে বাধা পেয়ে খুন করেছেন ওই নিরাপত্তারক্ষীকে।
গত ১ অক্টোবর পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক পরিণতির ছবি প্রকাশ্যে আসে। ভাইপোর হাতে খুন হন কাকা। ইছাপুর গোয়ালাপাড়া অঞ্চলে এমনই অভিযোগ উঠেছে। পলাতক অভিযুক্ত ভাইপো । জানা গিয়েছিল, প্রায়শই প্রামানিক পরিবারে লেগে থাকত ঝামেলা। গতকালও দুপক্ষের তুমুল ঝামেলা বেধে যায়। নবকুমার প্রামানিক বাড়ি ঢোকেন সেই সময় বাড়িতেই ছিলেন তাঁর ভাইপো সৈকত প্রামানিক।
সেই সময় কাকা নবকুমারের সঙ্গে ঝগড়া শুরু হয় ভাইপো সৈকতের। এর পরই শুরু হয়ে যায় হাতাহাতি, মারপিট।অভিযোগ, এরইমধ্যে সৈকত শাবল দিয়ে কাকা নবকুমার প্রামাণিককে মারতে থাকে।নবকুমারের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরা সৈকতকে বিরত করার চেষ্টা করেন। আর তা করতে গিয়ে একজনের মাথায় আঘাতও লাগে । ততক্ষণে গুরুতর জখম হন নবকুমার । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় বারাকপুর বি এন বোস হাসপাতালে । সেখানেই তাঁর মৃত্যু হয়।
এর পরই পালিয়ে যায় সৈকত । এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর গোয়ালা পাড়া অঞ্চলে ।
আরও পড়ুন: Howrah : অতিবৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা বেহাল, পুজোর আগেই সারিয়ে ফেলতে উদ্যোগী হাওড়া পুরসভা
আরও পড়ুন: Jalpaiguri: জলপাইগুড়িতে ২৫০ পরিবারকে নিয়ে তৃণমূলে দলত্যাগী বিজেপি যুব মোর্চা নেতা