নয়াদিল্লি: মুক্তি পিছিয়ে গেল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'শেহজাদা' ছবির (Shehzada Release Date)। ঘোষণা করা হল মুক্তির নতুন তারিখ। সোমবার ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মুক্তি? রয়েছে বিশেষ কারণ। 


পিছিয়ে গেল 'শেহজাদা'র মুক্তি, নেপথ্যে বিশেষ কারণ


রোহিত ধবন পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত 'শেহজাদা' মুক্তি পাওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু সোমবার ঘোষণা করা হল ছবির মুক্তির নতুন তারিখ। ১০ তারিখের বদলে এক সপ্তাহ পিছিয়ে গিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'শেহজাদা'। জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার তরফে 'পাঠান'-এর (Pathaan) রেকর্ড ভাঙা সাফল্যের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্স অফিসে 'শাহরুখ ঝড়'কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ছবির নির্মাতাদের তরফে। 


এদিন প্রযোজনা সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'শেহজাদা পেল মুক্তির নতুন তারিখ! 'পাঠান'-এর প্রতি শ্রদ্ধা রেখে রোহিত ধবন পরিচালিত এবং ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল এবং কার্তিক আরিয়ান প্রযোজিত, পারিবারিক বিনোদনের এই কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন অভিনীত ছবি এখন ১৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ মুক্তি পাবে।' পোস্ট করে এই খবর দেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও। 


প্রসঙ্গত, 'পাঠান' মুক্তির পাঁচ দিনের মাথায় বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে গেছে। সেই ধারা অব্যাহত। অন্যদিকে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত অল্লু অর্জুন ও পূজা হেগড়ে অভিনীত তেলুগু সুপারহিট ছবি 'আলা বৈকুণ্ঠপুরুমুলু'র হিন্দি সংস্করণ 'শেহজাদা'। 


আরও পড়ুন: Shah Rukh Khan on Pathaan Controversy: 'ভাবাবেগকে আঘাত করতে চাইনি, উদ্দেশ্য ছিল বিনোদন', 'পাঠান' বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ


এই স্পাই থ্রিলার ঘরানার ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে ৫৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শাহরুখ খান বলেন, 'দীপিকা, জন, সিদ্ধার্থ ও আদিত্যর তরফ থেকে আমি সকলকে অনেকটা ধন্যবাদ দিতে চাই পাঠানকে এত ভালবাসা দেওয়ার জন্য।' তিনি আরও বলেন, 'আমরা সকলেই অনুরাগী এবং মিডিয়ার কাছে এত ভালবাসার জন্য এবং ছবিটিকে এভাবে সমর্থন করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কারণ এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যা ছবির মুক্তির পরিমাণ কমিয়ে দিতে পারত। প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়ে আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের বন্ধু এবং সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।' এই ছবির হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙেছেন শাহরুখ, দীপিকা, জন ও সিদ্ধার্থও। রেকর্ড ভাঙা ব্যবসা করেছে 'যশ রাজ ফিল্মস'ও।