মুম্বই: ছেলে অধ্যয়নের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের প্রেম ভেঙে গিয়েছে সেই কবে। কিন্তু কঙ্গনার ওপর এখনও রাগ যায়নি শেখর সুমনের। এবার কর্ণ জোহরের সঙ্গে কঙ্গনার অশান্তির প্রেক্ষিতে ফের শেখর ছুঁড়ে দিয়েছেন উড়ো মন্তব্য।

গতকাল সম্ভবত কঙ্গনার উদ্দেশেই তিনি একটি টুইট করেন।




তা ছাড়া এক সাক্ষাৎকারে শেখর সুমন বলেন, কঙ্গনার উচিত নিজের ব্যর্থতা মেনে নেওয়া। মুখ বন্ধ রাখা উচিত তাঁর। তাঁর কাজই কথা বলুক তাঁর হয়ে। যদি তুমি ব্যর্থ হও, তোমার উচিত, এগিয়ে এসে স্বীকার করা, যে তুমি পুরোপুরি ব্যর্থ। সব সময় ছাদের ওপর উঠে চিৎকার করার দরকার নেই, যে তুমি কী কী করেছ। সবথেকে ভাল হল, মুখ বন্ধ করে রাখা।

কর্ণ জোহর দিনকয়েক আগে বলেন, কঙ্গনা ভিকটিম কার্ড খেলেছেন। সে নিয়েও বলতে ছাড়েননি শেখর সুমন। তাঁর বক্তব্য, যে সব মহিলা সারাক্ষণ কাঁদেন, সবার কাছে গিয়ে কেঁদে কেঁদে অভিযোগ করেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ভয় দেখানো হয়েছে এই সব, তাঁর তাঁদের পছন্দ হয় না। যখন তুমি সমানাধিকারের কথা বলছ, তখন সকলে তো এক জায়গাতেই আছে। কিন্তু কিছু কিছু মহিলা নিজেদের কার্ড সুবিধেমত খেলে। দরকারমত পুরুষ আবার দরকারমত নারী। তারা আবার বলে, আমিই ছবির নায়ক, নায়িকা নই।
আরও পড়ুন ‘ভিকটিম, উওম্যান- সব কার্ডই ব্যবহার করি, জোহরের শো-তে খেলেছি ব্যাডঅ্যাস কার্ড’: কর্ণের মন্তব্যে কঙ্গনার প্রতিক্রিয়া

তাঁর কথায়, বড় বড় কথা বলা এই মহিলারা ইন্টারনেট দুনিয়ার সমর্থন পায়। এই নারীবাদ কৃত্রিম, বানানো, তাই একটা সময় বিরক্তিকর। এরা সব সময় নিজেদের লড়াই আর সাফল্যর কথা বলে, কিন্তু আসল কথা হল, সবাই এখানে সফল।

কঙ্গনার শেষ মুক্তি পাওয়া ছবি রেঙ্গুন ফ্লপ করায় খুশি চাপতে না পেরে টুইট করেন শেখর। তাতে কঙ্গনাকে কোকেনখেকো বলেন তিনি।