মুম্বই: পরিচালক সাজিদ খানের (Sajid Khan)-এর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন শার্লিন চোপড়া ( Sherlyn Chopra)। এর আগেই 'হ্যাশট্যাগ মি টু'-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সাজিদ খান। সেসময়ও সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন শার্লিন।
আজ জুহু থানায় পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও শার্লিনের সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ, তা সদ্য নয়। জুহু থানায় অভিযোগ দায়ের করে বেরিয়ে আসার পরে, সংবাদমাধ্যম শার্লিনকে প্রশ্ন করে, কেন ১৭ বছর আগের একটি ঘটনা নিয়ে ২০২২ সালে এসে অভিযোগ দায়ের করলেন শার্লিন? উত্তরে অভিনেত্রী জানান, ঘটনার সময় প্রতিবাদ করার সাহস পাননি শার্লিন। কিন্তু 'মি টু' আন্দোলন তাঁকে সাহস জুগিয়েছে প্রতিবাদ করার।
শুধু তাই নয়, এদিন শার্লিন জানান, খুব শীঘ্রই তিনি সাজিদের বিরুদ্ধে বয়ান রেকর্ড করবেন। পুলিশ সূত্রে এবিপি নিউজকে জানানো হয়েছে, শার্লিনের অভিযোগ পুলিশের তরফ থেকে গ্রাহ্য করা হয়েছে। তবে সেই অভিযোগের ভিত্তিতে এখনও কোনও এফআইআর ফাইল করা হয়নি।
আরও পড়ুন: Madan Mitra: 'নো চাপ'! শিবপ্রসাদ গার্গীর নতুন সিনেমার গানে রিল বানালেন মদন মিত্র!
'বিগ বস' আর বিতর্ক যেন সমার্থক। কখনও প্রতিযোগীদের ব্যবহার, কখনও তাদের অতীত আবার কখনও বা বিভিন্ন মন্তব্য, খবরের শিরোনামে থাকে এই শো। গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে 'বিগ বস সিজন ৬' (Big Boss Season 6)। আর এবারের সিজনের অন্যতম প্রতিযোগী হলেন পরিচালক সাজিদ খান (Sajid Khan)।
সাজিদের বিগ বসে আসা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়াও। সেসময়ে তিনি জানিয়েছিলেন, অন্যান্য মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি চিন্তিত কেবল। শার্লিন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর একমাত্র চিন্তা সাজিদ যাতে আর কোনও মহিলাকে হেনস্থা না করতে পারে। সাজিদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করার কোনও ইচ্ছা নেই।
এরপরে আজ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শার্লিন।