কলকাতা: মেরুন চওড়া কাজ করা পাড়ের ধুতি, সঙ্গে গাঢ় নীল কাজ করা লম্বা ঝুলের পাঞ্জাবি। চোখে চশমা এঁটে গানের তালে তালে হেঁটে আসছেন মদন মিত্র (Madan Mitra)। আর পাশেই তাঁর নাতি। সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজ (Windows)-এর নতুন ছবির গানের সঙ্গে রিল বানালেন মদন মিত্র ও তাঁর নাতি।                                             


ডিসেম্বরে মুক্তি পাচ্ছে 'হামি ২' (Haami 2)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ও প্রযোজিত এই ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।                                                                                                                                       


আরও পড়ুন: Alia Bhatt: 'আরও ভাল কাজ করব, স্বপ্ন দেখব', বলিউডে ১০ বছর পার করে বললেন আলিয়া


এই ছবিতেও ফিরছে লালটু-মিতালি জুটি। তবে তাঁদের পেশা আলাদা, গল্পও আলাদা। গার্গী বলছেন, 'সব্বার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে খুদেদের সঙ্গে। এবার বড়পর্দায় ছবিটা দেখার অপেক্ষা। আশা করি মানুষ যেমন ভুটুকে ভালোবেসেছেন, ততটাই ভালোবাসবেন এই খুদেদেরও।' নন্দিতা রায় বলছেন, 'এই দিনটা আমাদের জন্য খুব বিশেষ। ছোটরা খুব ভালো কাজ করেছে। আশা করি দর্শকদের ওদের অভিনয় ভালো লাগবে।'                 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান 'নো চাপ' (No Chaap)। সেই গানে ইতিমধ্যেই ছোট ছোট রিল বানিয়ে ফেলেছেন অনেকেই। এবার নাতির সঙ্গে এই গানের সঙ্গেই মজার রিল বানালেন মদন মিত্র। আর এই গানের সঙ্গে নিজস্ব স্টাইলেই মদন মিত্র মিশিয়ে দিলেন 'ওহ লাভলি' (Oh Lovely)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মদন মিত্রের নতুন এই রিল। সেই সঙ্গে 'হামি ২'-র গোটা টিমকেও শুভেচ্ছা জানান মদন মিত্র।