মুম্বই: রুপোলি পর্দায় শেরশাহ মুক্তি পাওয়ার পর থেকেই প্রয়াত বিক্রম বাত্রার জীবন কাহিনি নিয়ে জানতে ক্রমেই উৎসুক হয়েছে সবাই। কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও তাঁর প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী। আজ ৯ সেপ্টেম্বর বিক্রম বাত্রার জন্মদিন। শহিদ বিক্রমের জন্মবার্ষিকীতে তাঁর প্রেম জীবনের একটি মিষ্টি মুহূর্তের দিকেই নজর দেওয়া যাক।


শেরশাহ ছবিতে সিদ্ধার্থ ও কিয়ারার অভিনয় দর্শকদের চোখে চোখে জল এনেছে। কিন্তু তার থেকেও বড় কথা বিক্রম ও ডিম্পলের প্রেম কাহিনি অবাক করে দিয়েছিল শেরশাহ ছবির লেখক সন্দীপ শ্রীবাস্তবকেও। ছবিতে একটি জায়গা দেখানো হয় যে বিক্রম তাঁর আঙুল কেটে সেই রক্ত দিয়ে সিঁদুর পরিয়েছিলেন ডিম্পলকে। এই কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না সন্দীপ। এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, 'আমরা চেয়েছিলাম শেরশাহতে বুক চাপড়ানো দেশভক্তি না দেখাতে। বরং সবটাই সাধারন, যেমন বাস্তবে হয়েছিল তেমনটাই রাখতে। আর আমার মনে হয় এই জন‍্যই ছবিটি আজ এত ভালবাসা পাচ্ছে। ছবিটি কার্গিল যুদ্ধ নয় বরং শেরশাহ বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি। আর তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছেন ডিম্পল চিমা যিনি এখনও অবিবাহিত। তাই ওই অংশটা কোনো ভাবেই বাদ দেওয়া যেত না।'


 






শেরশাহ ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে যে সিদ্ধার্থ তাঁর আঙুল কেটে বাসস্টপে দাঁড়িয়ে সেই রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কিয়ারাকে। প্রথমে সন্দীপ ভেবেছিলেন যে পুরো দৃশ্যটিই হয়ত মনগড়া। পরিচালকের মস্তিষ্ক প্রসূত। কিন্তু ডিম্পলের সঙ্গে দেখা করার পরই এমন তথ্য আসে, যাতে সন্দীপ অবাক হয়ে যান। সন্দীপ জানান তিনি ছবির স্বার্থে ২-৩ বার ডিম্পল চিমার সঙ্গে দেখা করেছেন। তিনি বুঝতে চেয়েছিলেন বিক্রম- ডিম্পলের প্রেম কাহিনি সম্পর্কে। ডিম্পল নিজেই নাকি জানিয়েছিলেন যে আঙুল কেটে সেই রক্ত দিয়ে সিঁদুর পরানোর ঘটনা পুরোটাই আক্ষরিক অর্থেই বাস্তব। এরপরেই সন্দীপ জানান তিনি বিষয়টা লিখতে উদ‍্যোগী হয়েছিলেন।