দেখুন মোহময়ী শিবানীতে কেমনভাবে মোহিত ইন্টারনেট দুনিয়া...
শিবানীর ফ্যাশন সেন্সরকেও ভীষণই পছন্দ করেন তাঁর অনুরাগীরা।
বিকিনিতে নিজের আকর্ষণীয় শরীর দেখাতেও পিছপা হন না শিবানী।
শিবানীর সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
শিবানী নিজের ভক্তদের মধ্যে ভীষণই জনপ্রিয়। প্রায়ই তিনি হট ছবি দিয়ে অনুরাগীদের মন জয় করেন।
এর থেকেই প্রমাণ হয়, যে তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়।
এখানে বলে রাখা দরকার, এখনও পর্যন্ত শিবানী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২ হাজারের বেশি ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
সেখানে তিনি একের পর এক সুন্দর ছবি পোসট করতে থাকেন, যেগুলি তাঁর ভক্ত ও অনুরাগীরা ভীষণই পছন্দ করেন, প্রশংসা করেন ও লাইক দেন।
তবে, সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের নিরাশ হওয়ার সুযোগ দেন না শিবানী।
'খতরোঁ কে খিলাড়ি-৮'এ দেখা গিয়েছিল শিবানীকে। কিন্তু, সেখানে তিনি বেশিসময় টিকে থাকতে পারেননি। এর জন্য তাঁর ভক্তরা সেই সময় হতাশ হয়েছিলেন।
তিনি হলেন এমন এক মডেল, গায়িকা ও অভিনেত্রী যাঁর ছবি দেখার জন্য উদগ্রীব থাকেন অনুরাগীরা।
শিবানীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে, সেখানে তাঁর সুন্দর আকর্ষণীয় ছবিতে ভর্তি।
এর আগেও নিজের বোল্ড ছবি দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন শিবানী।
এই প্রথমবার নয়, যখন শিবানী নিজের সাহসী ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।
আমরা কথা বলছি শিবানীর এই ছবি নিয়ে। ছবিটি গত তিনদিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ফের একবার সাম্প্রতিকতম কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের নিজের দিকে আকৃষ্ট করলেন তিনি।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের হট ছবি পোস্ট করে শিরোনামে থাকতে পছন্দ করেন বলিউডের সুন্দরী অভিনেত্রী শিবানী দান্ডেকর।