কলকাতা: করোনার তৃতীয় ঢেউ আসার আগেই প্রায় শেষ নতুন ছবির শ্যুটিং। কথা শুরুর প্রথমেই তাই ঈশ্বরকে ধন্যবাদ দিলেন পরিচালক। করোনার তৃতীয় ঢেউয়ে যখন একের পর এক সংক্রমিত হচ্ছে বিনোদন দুনিয়ার তারকারা, তখন বহুদিন ধরে পরিকল্পিত ছবির শ্যুটিং শেষ করতে পেরে খুশি তিনি। শুধু তাই নয়, এবিপি লাইভের তরফে শ্যুটিংয়ের খবর জানতে চাওয়ায় উচ্ছাস আর স্বস্তি দুইই ঝরে পড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) গলায়। বললেন, 'খুব ভালো শ্যুটিং হয়েছে হামি ২-এর। ঈশ্বরের অশেষ কৃপা করোনা পরিস্থিতি আবার খারাপ হওয়ার আগে শ্যুটিংয়ের সিংহভাগ শেষ করে ফেলেছি।'
'হামি' মানেই ছোটদের ছবি, ছোটদের নিয়ে ছবি। ২০১৮ সালে মুক্তি পাওয়া নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'হামি' (Haami) রেকর্ড জনপ্রিয়তা পেয়েছিল। 'হামি ২'-তেও কচিকাঁচাদের নিয়ে কাজ করে উচ্ছসিত শিবপ্রসাদ। বললেন, 'ছোটদের সঙ্গে কাজ করা মানেই নির্মল আনন্দ। ওদের থেকে কত কিছু শেখা যায়, ওদের অনুভূতিগুলো ওটা কী খোলামেলাভাবে ফুটিয়ে তুলতে পারে। 'হামি' করব মানেই আমাদের গোটা টিমের কাছে দিনগুলো আনন্দের আর ভীষণ অন্যরকম কাটবে। 'হামি'-র শ্যুটিংয়ের সময়ও তাই হয়েছিল। 'হামি ২'-র বেলাতেও অন্যথা হয়নি তার। সেটে কত ছোট ছোট মজার ঘটনা ঘটে! আসলে আমরা বড়রা তো মেপে কথা বলি, মেপে কাজ করি। ছোটদের মধ্যে ওই হিসেবনিকেশের জটিলতা নেই। সেটে তাই কচিকাঁচারা থাকা মানে শুধুই ভালোলাগা। আমি যদি পারতাম প্রত্যেক বছর একটা করে 'হামি' করতাম। তবে প্রতি বছর না হলেও অন্তত একটা করে বছর বাদ দিয়ে 'হামি' বা ছোটদের নিয়ে ছবি করবই। লাল্টু -মিতালি জুটির দর্শকদের এখনও অনেক কিছু দেওয়ার আছে... এই যে করোনা পরিস্থিতি.. এই সময়ে শিশুরা কেমন আছে.. এসব নিয়ে অনেক কাজ করা বাকি।' লকডাউনে শিশুদের বাস্তব পরিস্থিতিকে পর্দায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে লাল্টু-মিতালির? রহস্যের হাসি হেসে শিবপ্রসাদ বললেন, 'ক্রমশ প্রকাশ্য।'
আরও পড়ুন: 'মাস্ক পরা নিয়ে মায়ের সঙ্গে আর ঝগড়া করব না'
'হামি' সাফল্য নিয়ে উচ্ছসিত শিবপ্রসাদ। বললেন, 'যেবছর হামি মুক্তি পেয়েছিল সেইবছর সবচেয়ে বেশি মানুষ মাল্টিপ্লেক্সে হামি দেখেছিলেন। স্যাটেলাইটে যেদিন হামি দেখানো হয়েছিল, রেকর্ড সংখ্যক মানুষ হামি দেখেছেন। ওটিটির তরফেও জানানো হয়েছে, সবচেয়ে বেশি মানুষ দেখেছেন হামি। এই সাফল্য়ের পরেই হামি-২-এর পরিকল্পনা করা।
প্যানডেমিকে শিশুদের পরিস্থিতি নিয়ে ফের পর্দায় আসবে লাল্টু-মিতালি জুটি? শিবপ্রসাদের কথায় ইঙ্গিত.. 'এই ফ্রাঞ্চাইজিটাকে ভাঙতে দেওয়া যাবে না...এই জুটিটার দর্শকদের এখনও অনেক কিছু দেওয়ার আছে। অনেক কিছু...'