কলকাতা: বছরটা ভালোলাগার, বছরটা খারাপ লাগারও। ২০২১। সেখানে আড়াই বছর পরে ক্যামেরার সামনে ফেরার আনন্দ রয়েছে, প্রিয়জন বিচ্ছেদের দুঃখ রয়েছে, অসুস্থতার আতঙ্ক রয়েছে আর রয়েছে সিনেমা। পরিচালকের ভাষায়, 'আমরা সিনেমায় বাস করি, সিনেমা খাই, সিনেমায় বাঁচি।' নতুন বছরের রেজ়োলিউশন থেকে শুরু করে পুরনো বছরের সেরা মুহূর্ত, রুপোলি পর্দার আবেগ ছুঁয়ে রইল তাঁর সব উত্তর। নতুন বছরে দাঁড়িয়ে পুরনো বছরের চাওয়া পাওয়ার ঝুলি এবিপি লাইভের কাছে উপুড় করে দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)।
পুরনো বছরকে ফিরে দেখলে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা মনে হয় পরিচালকের? একটুও না ভেবে শিবপ্রসাদ বললেন, 'আড়াই বছর পর শ্যুটিং ফ্লোরে ফেরা। 'হামি ২'-এর কাজ শুরু করতে পেরেছি ২০২১-এ। 'বাবা ও বেবি'-র কাজ শেষ করেছি। আমরা তো সিনেমা নিয়েই বাঁচি। তাই সেরা মুহূর্ত বললে করোনা পেরিয়ে লাইটস, ক্যামেরা, অ্যাকশন-এর জগতে ফেরার মুহূর্তকেই বেছে নেব।'
গোটা বছরে সবচেয়ে খারাপ মুহূর্ত? আচমকা পরিচালকের গলার স্বর বদলাল। একটু ভারি গলায় বলে উঠলেন, 'স্বাতীদির(স্বাতীলেখা সেনগুপ্ত) (Swatilekha Sengupta) চলে যাওয়া। ২০২১-এ অনেক কাছের মানুষকে হারিয়েছি। কিন্তু স্বাতীদির চলে যাওয়াটাকে আমি এখনও মেনে নিতে পারি না। ওটা মেনে নেওয়া অসম্ভব।'
পুরনো বছরে এমন কোনও ভুল করেছেন যেটা নতুন বছরে আর করতে চান না পরিচালক? শিবপ্রসাদ বললেন, 'মা-কে খুব বকেছি মাস্ক পরা নিয়ে। মায়ের বয়স হয়েছে, মাস্ক পরলে কষ্ট হয়। কিন্তু আতঙ্কে মা-কে সবসময় বলতে বাধ্য হয়েছি মাস্ক পরো, স্যানিটাইজ করো, কেন সাবধান হচ্ছো না...ভাইরাসকে বা ভগবানকে বলব, মায়ের সঙ্গে আর ঝগড়া করতে পারছি না। মাস্ক যেন এইবছর জীবন থেকে চিরবিদায় নেয়।'
আরও পড়ুন: 'অচেনা মানুষকেও ভালোবেসে সারিয়ে তোলার চেষ্টা করা যায়, শিখিয়ে গেল ২০২১'
যে বছরটা চলে গেল, সে কী শিখিয়ে গেল পরিচালককে? শিবপ্রসাদ বললেন, 'শঙ্খ ঘোষের ভাষায়, আরও বেঁধে বেঁধে থাকা শিখিয়ে গেল। এখন মনে হয়, পরিবারটাই সব। পরিবারের প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিতে শেখো কারণ তোমার খারাপ সময়ে পাশে দাঁড়াবে তাঁরাই। আর হ্যাঁ.. ধৈর্য্য। এই বছরটা আমাদের শিখিয়ে গেল ধৈর্য্য ধরে ভালো সময়ের অপেক্ষা করতে, লড়াই করতে।'
পরিচালকের কাছে শেষ প্রশ্ন নতুন বছর নিয়ে। বাইশে রেজ়োলিউশন নিলেন? শিবপ্রসাদ বললেন, 'আরও নতুন কাজ করব, নতুন উদ্য়মে কাজ করব। দর্শকরা যখন আমাদের প্রশ্ন করেন, 'বেলাশুরু' কবে মুক্তি পাবে, 'হামি ২' কবে মুক্তি পাবে.. 'লক্ষী ছেলে' বা 'ফাটাফাটি' আমরা কবে পর্দায় দেখব, তখন মনে হয় দায়িত্ব বেড়ে গেল। দর্শকগের নতুন কিছু উপহার দেওয়া আমাদের দায়িত্ব। নতুন বছরে সেই চেষ্টাই করে যাব প্রতিনিয়ত।'