কলকাতা: বাংলা ছবির জগতের পরিচালকদের মধ্যে অন্যতম নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। অভিনয়তে যে তিনি কতটা দক্ষ তা বলার অপেক্ষা রাখে না। তেমনই পরিচালনাটাও তিনি ততটাই ভালো করেন, তা আজ বলাই বাহুল্য। 'প্রাক্তন', 'পোস্তো', 'হামি', 'গোত্র', 'কন্ঠ', 'বেলাশেষে' এবং আরও অনেক ছবি তিনি দর্শকদের শুধু উপহারই দেননি, এই ছবিগুলির মাধ্যমে তিনি দর্শকের মনে গেঁথে গিয়েছেন। তাই আজ ভালো বাংলা ছবির নাম করতে গেলে সেখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবির নাম উল্লেখ হওয়াটা যেন দর্শককে অভ্যাস করিয়ে দিয়েছেন তিনি। শুধু নতুন ছবিই নয়। নতুন প্রতিভাদেরও তিনি নিজের ছবিতে জায়গা করে দিয়েছেন বারবার। ফের তাঁর হাত ধরে এক নতুন প্রতিভাকে পেতে চলেছে বাংলা ছবির গানের শ্রোতারা।


আরও পড়ুন - Salman Khan Flat Rent: সলমন খানের বাড়িতে ভাড়া থাকতে চান? প্রতি মাসে কত টাকা দিতে হবে?


এদিন স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার সিজন টু'-তে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর সেখানেই তিনি ঘোষণা করেন যে, আগামী জানুয়ারি মাস থেকে তাঁদের পরবর্তী ছবি শুরু হতে চলেছে। আগামী ছবির নাম 'ফাটাফাটি'। এই ছবিতে 'সুপার সিঙ্গার সিজন টু'-এর মঞ্চ থেকেই তিনি কোনও এক প্রতিযোগীকে বেছে নেবেন তাঁর পরবর্তী ছবিতে গান গাওয়ার জন্য। এরপরই প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স করতে শুরু করেন। আর সবশেষে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবির টিমের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, প্রতিযোগী সুচিস্মিতাকেই তাঁরা 'ফাটাফাটি' ছবিতে গান গাওয়ার জন্য বেছে নেন।


এই প্রথমবার রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে কোনও প্রতিযোগীকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিলেন না শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রসঙ্গত, 'হামি' পরিচালক বলেন, 'গত বছর যখন আমি 'সুপার সিঙ্গার সিজন টু'-তে আসি, তখন কথা দিয়েছিলাম আমাদের আগামী ছবিতে এখান থেকে কোনও একজন প্রতিযোগীকে গান গাওয়ার সুযোগ করে দেব। আর আমি সেই কথা রেখেছি। আমাদের প্রযোজিত আগামী ছবি 'বেবি বাবা ও' ছবিতে 'বন্ধনে বাঁধিব' গানটি প্লে ব্যাক করেছেন এই রিয়েলিটি শোয়েরই প্রতিযোগী সঞ্চারী। আর আজ যখন আমি সুচিস্মিতার গান শুনি, আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ওর প্রতিভা অসাধারণ। ওর গলা দুর্দান্ত। আশা করছি 'উইন্ডোজ' ওর সঙ্গে খুব শীঘ্রই কাজ করবে।' পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'ফাটাফাটি'তে প্লে ব্যাকের সুযোগ পেলেন প্রতিভাবান প্রতিযোগী সুচিস্মিতা। পরিচালকের এমন ঘোষণায় খুশি উপস্থিত বিচারকমণ্ডলী থেকে সঞ্চালক ও অন্যান্য প্রতিযোগীরাও।