হংসরাজ সিংহ, রঘুনাথপুর: বিজেপির সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ পোস্টার ঘিরে দানা বাঁধল বিতর্ক। পুরুলিয়ার রঘুনাথপুরে বিজেপি সাংসদ (BJP MP) সুভাষ সরকার ও বিধায়ক (MLA) বিবেকানন্দ বাউড়ির নামে নিখোঁজ পোস্টার দিয়েছেন নিজেকে বিজেপি কর্মী পরিচয় দেওয়া এক যুবক। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপির তরজা।


বিজেপির সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ পোস্টার : সোমবার সকালে রঘুনাথপুর বিধানসভা এলাকার সাতুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটতে দেখা যায় এক যুবককে। পোস্টারে বাঁকুড়া লোকসভার বিজেপি সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ির ছবি। ওপরে লেখা নিখোঁজ।  যিনি পোস্টার লাগাচ্ছিলেন, তাঁর নাম অঞ্জন গোস্বামী। বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুরে।  নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন তিনি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে রঘুনাথপুর বিধানসভা। যুবকের দাবি, এলাকার মানুষ বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে এবং বিধায়ক বিবেকানন্দ বাউড়িকে দেখতে পান না। সমস্যার কথা বলেও সুরাহা হয় না।


রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলেন অঞ্জন গোস্বামী, “আমি বিজেপি করি। আমরা ভোট দিয়ে জিতিয়েছি। তারপর থেকে সাংসদ ও বিধায়ককে দেখা যায়নি।  ট্রেনের সমস্যা রয়েছে।  তা নিয়ে বিধায়তের সহ্গে ফোনেও কথা বলেছি। কোনও উত্তর পাইনি।  তাই এই পোস্টার দিচ্ছি।’’ যদিও যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এ নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।  পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙ্গা বলেন, “যাঁরা এই কাজ করেছেন, তাঁরা কোনওভাবেই বিজেপির হতে পারেন না। আমাদের সাংসদ, বিধায়ক বরাবরই এলাকায় যান। উন্নয়নের কাজ করেন। তৃণমূল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এই নতুন পন্থা নিয়েছে।’’


পুরুলিয়ার তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউড়ি বলেন, “আমরা তো আগেই বলেছিলাম, বিজেপির সাংসদ, বিধায়কদের এলাকায় দেখা যায় না। এখন তাদের কর্মীরাও একই কথা বলছে। আমরা কেন এ সব কাজ করব?’’ বিজেপি বিধায়কের অভিযোগ, এটা তৃণমূলের চক্রান্ত।  রঘুনাথপুরের বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি বলেন, “যাঁরা এই কাজ করচেন, তাঁরা বিজেপির হতে পারেন না। এটা তৃণমূলের চত্রান্ত। যারা নিন্দা করছে করুক, আমি এলাকায় থাকি, কাজ করি।’’ বিজেপির সাংসদ ও বিধায়কের নামে এলাকায় নিখোঁজ পোস্টার ঘিরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। সেইসঙ্গে বিতর্ক দানা বেঁধেছে যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে।


আরও পড়ুন: Coochbehar News: হাসপাতালে অব্যবস্থার অভিযোগ, সরব কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক