কলকাতা: 'বহুরূপী' ছবির অসামান্য সাফল্যের আগে শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরে বাংলায় মুক্তি পেয়েছিল থ্রিলার ঘরানার ছবি 'রক্তবীজ'। আর সেই ছবিতেই বহু বছর পরে অভিনয় করতে দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)। ২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল সেই ছবি যা এক কথায় ব্যাপক হিট। আর এই বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকলের জল্পনা কাটিয়ে শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) প্রথম ইঙ্গিত দেন যে 'রক্তবীজ ২' আসতে চলেছে, পরে মার্চ মাসে পাকাপাকিভাবে জানানো হয় ছবির শ্যুটিং শুরুর খবর। এবার সমাজমাধ্যমে একটি পোস্টে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান যে আগামী পুজোতে অর্থাৎ ২০২৫ সালের পুজোয় ঠিক ২ বছর পরে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'রক্তবীজ ২' (Roktobeej 2)।

ছবির মুক্তির সংবাদ জানানো পাশাপাশি এদিন এই পোস্টে কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাগ করে নেন শিবপ্রসাদ। আর পোস্টের মাধ্যমে জানান, রক্তবীজ ২-তেই শেষ নয়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও কিছু ছবি করার কথা আছে তাদের। কী লিখলেন শিবপ্রসাদ ?

নিজের ফেসবুক প্রোফাইলে এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় লেখেন, ' রক্তবীজের পর আরও একবার প্রবাদপ্রতিম শিল্পী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ হলো। 'রক্তবীজ ২' এবার পুজোয় বড় পর্দায়। এই ছবিটা তোলা হয়েছিল স্যারকে যেদিন স্ক্রিপ্ট শোনাতে গিয়েছিলাম। আশীর্বাদ করে বলেছিলেন আরো ভালো কাজ করো, বড় হও। বলছিলেন, "আর কি পারবো কাজ করতে" আমি বললাম, কথা দিয়েছেন.. পাঁচটা সিনেমা করবেন আমাদের সাথে। সবে দুটো হয়েছে, আর তিনটে বাকি'। অর্থাৎ আগামীতে শিবপ্রসাদের আরও ছবিতে দেখা যেতে পারে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। 

'রক্তবীজ' ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। আর এর পাশাপাশি একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশ হাজরাকে। তবে এবার 'রক্তবীজ ২'-তে অঙ্কুশ ও কৌশানীকে জুটিতে দেখা যাবে বলেই জানা গিয়েছে। আর এবারেও কিংবদন্তি ভিক্টর বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই ছবির মূল আকর্ষণ হিসেবে।

এই বছর প্রজাতন্ত্র দিবসে উইন্ডোজ' প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয় 'রক্তবীজ ২'-এর। ছবিটির প্রথম অধ্যায় যাঁরা দেখেছেন, তারাই জানেন, এই ছবিটির শেষেই ইঙ্গিত ছিল ছবিটার দ্বিতীয় অংশ আসার। ছবির গল্প শেষ হয়নি। রেখে গিয়েছিল ইঙ্গিত এক নতুন শুরুর। সেই থেকেই শুরু হয়েছিল 'রক্তবীজ ২'-এর জল্পনা। আর এবার সেই ছবি আসতে চলেছে বড়পর্দায়।