কলকাতা: এই ছবি একদিকে যেমন অফিস কালচারের গল্প বলে, তেমনই বলে এক মা ছেলের গল্প। স্নেহের গল্প। আর এবার, সেই ছবির কলাকুশলীদের নিয়ে এক অভিনব আয়োজন করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। ছোটবেলার সুকুমার রায়ের গল্পের বইতে পড়া 'গন্ধবিচার' কার না মনে আছে। আর এবার, সেই 'গন্ধবিচার' -ই পাঠ করে শোনালেন 'আমার বস' ছবির সমস্ত কলাকুশলীরা। কেমন হল সেই পারফর্মমেন্স? 

Continues below advertisement

রাজার ভূমিকায় রইলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। মন্ত্রীর ভূমিকায় রইলেন সৌরসেনী মৈত্র। সূত্রধরের ভূমিকায় ঐশ্বর্য্য সেন, বুড়োর ভূমিকায় কাঞ্চন মল্লিক ও অন্যান্য ভূমিকায় শ্রুতি দাস, তরুণ চক্রবর্তী, উমা বন্দ্যোপাধ্যায়, বিমল গিরি, আভেরি সিংহ রায়। সবাই মিলে একসঙ্গে বসে পাঠ করলেন সুকুমার রায়ের কবিতা। অফিস কালচারের মধ্যে যেন একরত্তি ছোটবেলা। প্রত্যেকেই সাবলীল, ঝকঝকে আর প্রত্যেকেই যথাযোগ্য আবেগ দিয়ে পাঠ করলেন কবিতাটা। সব মিলিয়ে যেন একমুঠো ছোটবেলা ফিরিয়ে দিল উইন্ডোজ।

এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রাখী গুলজারকে। ২১ বছর পরে বাংলা ছবিতে অভিনয় করছেন রাখী গুলজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনা ও প্রযোজনায় আসছে নতুন ছবি 'আমার বস'। আর সেই ছবিতেই একটি দৃশ্য ছিল সরস্বতী বন্দনার। রাখী গুলজার শুনেই নাকি বলেছিলেন, 'সেটে শুধুমাত্র শ্যুটিংয়ের জন্য সরস্বতী প্রতিমা এনে ফেলে রেখে দিলে হবে না। সঠিক নিয়মে পুজো করতে হবে।' সেটের অন্যতম প্রবীণ অভিনেত্রীর আদেশ, অমান্য করে কার সাধ্য। সেই মতো বসন্ত পঞ্চমী না হলেও, একটা পঞ্চমী দেখেই সেটে ঠাকুর আনা হল। শ্যুটিং তো হলই, তার সঙ্গে একেবারে নিয়মমাফিক পুজো হল। নিজের হাতে ভোগ রাঁধলেন রাখী গুলজার। দায়িত্ব নিয়ে সবার পাতে পাতে পৌঁছে গেল সেই ভোগ। নিজে দাঁড়িয়ে থেকে পরিবেশন করালেন রাখী গুলজার নিয়ে। সেটে সেদিন যেন একটা ছোটখাটো উৎসব। সবাই মহানন্দে একসঙ্গে ভোগ খেলেন। এখানেই শেষ নয়, সেইদিন নাকি নৃত্য পরিবেশন ও করেছিলেন রাখী গুলজার।

Continues below advertisement

অন্যদিকে, ইতিমধ্যেই নিজেদের আগামী ছবি 'রক্তবীজ ২'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে নুসরত জাহান ও অঙ্কুশ হাজরাকে। মনে করা হচ্ছে এই ছবির মুখ্য খলচরিত্রে থাকতে চলেছেন অঙ্কুশ।