চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ডেরায় ১৭ বছরের শাপমুক্তি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (CSK vs RCB)। ২০০৮ সালে, আইপিএলের (IPL 2025) প্রথম বছরে চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিলেন বিরাট কোহলিরা। তারপর ফের ২০২৫ সালে চেন্নাইয়ের ডেরায় ম্যাচ জিতল আরসিবি। ঠিক যে বছর আইপিএল সাবালক হল। ৫০ রানে সিএসকে-কে হারানোর ম্যাচে হল একাধিক রেকর্ডও। রইল ঝলক।
- ২০১৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যে পাঁচ ম্য়াচ জিতেছে আরসিবি, প্রত্যেক বারই প্রথমে ব্যাটিং করে।
- ৬১৫৫ দিন পর চিপক স্টেডিয়ামে ম্যাচ জিতল আরসিবি। ১৭ বছর পর ফের চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে হারাল আরসিবি।
- রানের ব্য়বধানের নিরিখে এটা ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের সবচেয়ে বড় হার। ৫০ রানে তারা হারল আরসিবির কাছে। এর আগে ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে এই মাঠে ৪৬ রানে হেরেছিল সিএসকে।
- সব মিলিয়ে রানের ব্য়বধানের নিরিখে এটা চেন্নাই সুপার কিংসের তৃতীয় সবচেয়ে বড় হার। ২০১৩ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৬০ রানে হারতে হয়েছিল। ২০২২ সালে ব্রেবোর্নে ৫৪ রানে পাঞ্জাব কিংসের কাছে হেরেছিলেন ধোনিরা।
- ম্যাচ হারলেও সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। সিএসকে-র হয়ে আইপিএলে ৪৬৮৭ রান রয়েছে রায়নার। ধোনির হয়ে গেল ৪৬৮৯ রান।
- শুক্রবার ৯ নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। তিনি যখন ক্রিজে যান, ২৮ বলে ম্যাচ জিততে ৯৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। ম্যাচের ভবিতব্য নির্ধারিত হয়ে গিয়েছিল আগেই। অনেকেই যা নিয়ে আক্ষেপ করছিলেন। কেন এত পিছনে ব্যাট করতে নামছেন ধোনি, তা নিয়েও গভীর ক্ষোভ ভক্ত অনুরাগীদের।
- ১৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ধোনি। ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। ১৮৭.৫০ স্ট্রাইক রেট রেখে রান করেছেন।
- শুক্রবার ১৯ বলে ২৫ রান করে আউট হন রবাীন্দ্র জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারের আইপিএলে তিন হাজার রান পূর্ণ হয়ে গেল।