কলকাতা: চলতি বছর প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল, নন্দিতা রায় (Nandita Roy), শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)-র ছবি 'আমার বস' (Amar Boss)-এর। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে রাখি গুলজার (Rakhi Gulzar)-কে। দীর্ঘদিন পরে বাংলা ছবিতে ফিরছেন রাখি, আর সেটাই এই ছবির অন্যতম আকর্ষণ। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, চলতি মাসের ২১ তারিখ মুক্তি পাবে এই ছবি। তবে শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে ছবি মুক্তির দিন পিছোচ্ছেন নির্মাতারা। 


শোনা যাচ্ছে, ২১ জুন নয়, বরং এই ছবি মুক্তির দিন পিছিয়ে ডিসেম্বরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন শিবপ্রসাদ-নন্দিতা। সেক্ষেত্রে, এই বছরে শিবপ্রসাদ-নন্দিতার পরিচালিত প্রথম ছবি মুক্তি পাবে পুজোয়। সেটি 'বহুরূপী' (Bohurupi)। চলতি বছরে উইন্ডোজ় (windows) প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেয়েছে 'দাবাড়ু'। তবে শিবপ্রসাদ-নন্দিতা নন, এই ছবির পরিচালকের ভূমিকায় ছিলেন পথিকৃৎ বসু। 


শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ছবি হিসেবে এই বছর প্রথমে মুক্তি পাবে 'বহুরুপী'। পুজোর ছবি হিসেবে এটির ঘোষণা করেছিলেন পরিচালকদ্বয়। সেটিই হবে চলতি বছরে এই পরিচালক জুটির প্রথম সিনেমা। এরপরে, ডিসেম্বরে, শীতের ছুটিতে মুক্তি পাবে 'আমার বস'। অর্থাৎ আপাতত চলতি বছরে ২টি ছবি মুক্তি পাওয়ার কথা উইন্ডোজ়-এর। 'আমার বস'-এর মুক্তি পিছনোর কারণ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালকেরা। তবে শোনা যাচ্ছে, ছবিটির কিছু কাজ বাকি থাকার ফলেই মুক্তি পিছনোর সিদ্ধান্ত।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে মুক্তির দিন পিছনোর ইঙ্গিত দিয়েছিলেন শিবপ্রসাদ। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি নতুন মুক্তির দিন। মুক্তির দিন এখনও চূড়ান্ত না হলেও, শোনা যাচ্ছি ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। এর আগে মুক্তি পাবে 'বহুরুপী'। 'আমার বস' ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে সৌরসেনী মৈত্র (Souraseni Maitra) ও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee)। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)-কে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। তাঁরই স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাস (Shruti Das) ও ঐশ্বর্য্য সেন (Aishwariya Sen)-কে।


 



আরও পড়ুন: Sonakshi Sinha: বিয়েতে আসতে হলে আমন্ত্রিতদের মানতে হবে একাধিক নিয়ম, তালিকা তৈরি করে পাঠালেন সোনাক্ষী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।