নয়াদিল্লি: নতুন ছবি নিয়ে আসছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। মঙ্গলবার নিজের নতুন কাজের নাম ঘোষণা করলেন অভিনেত্রী, 'সুখী' (Sukhee)। শেয়ার করলেন পোস্টারও।


সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি এদিন নিজের ছবির পোস্টার শেয়ার করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, 'একটু বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কী, কারও থেকে আমার স্বপ্ন কম নয়।' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন শিল্পা শেট্টি। সেকথাও পোস্টে লেখেন তিনি। 


 






ছবির পোস্টার দেখে মনে করা হচ্ছে যে এটি একটি নারী-কেন্দ্রিক ছবি। তাঁর মূল চরিত্রে অভিনয় করবেন শিল্পা শেট্টি। অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট ও টি-সিরিজ হাত মিলিয়ে এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। 'অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট'-এর প্রতিষ্ঠাতা বিক্রম এর আগে 'শেরনি', 'শকুন্তলা দেবী'র মতো ছবি প্রযোজনা করেছেন। 


ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সোনল যোশী। এর আগে তিনি 'ধুম ৩', 'যব হ্যারি মেট সেজল' ইত্যাদি ছবিতে সহ-পরিচালনার দায়িত্ব সামলেছেন তিনি। 


আরও পড়ুন: Adipurush Release Date: ঘোষণা হল প্রভাস-সেফ-কৃতীর 'আদিপুরুষ'-এর মুক্তির নতুন তারিখ


প্রসঙ্গত, শেষ ছবি 'হাঙ্গামা ২'-এর পর আবারও বড়পর্দায় দেখা যাবে শিল্পা শেট্টি। আপাতত তিনি একটি 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' অনুষ্ঠানের অন্যতম বিচারক।