মুম্বই:  সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তফশিলি জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সলমন খান, শিল্পা শেট্টি। এবার সেই মন্তব্যের জন্যে ক্ষমা চাইলেন শিল্পা। তারপর তিনি টুইটারে দাবি করেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি বাস্তবে কাউকে আঘাত দিয়ে, বা কোনও জাতির উদ্দেশ্যে কটূ মন্তব্য করতে চাননি।





প্রসঙ্গত, দুদিন আগে সলমনের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি টাইগার জিন্দা হ্যায় ছবিতে একটি নাচের দৃশ্য প্রসঙ্গে সুপারস্টার মন্তব্য করেন, তাঁকে ওই দৃশ্যে একেবারেই একজন ভাঙ্গির মতো লাগছে। এদিকে শিল্পা অপর এক সাক্ষাত্কারে বলেন, তাঁকে বাড়িতে পুরো একজন ভাঙ্গির মতো দেখতে লাগে। এই দুটো মন্তব্য মোটেই ভালভাবে নেয়নি বাল্মিকী সম্প্রদায়। গতকালই দুই তারকার বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই নিয়ে সমালোচনার ঝড় শুরু হওয়ার পরই নিজের এই পুরনো সাক্ষাত্কার প্রসঙ্গে টুইটারে ক্ষমা চেয়ে নিলেন শিল্পা। ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন.....

 




আন্ধেরি থানায় দুই তারকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রোজগার আঘাদি রিপাবলিকান পার্টির সাধারণ সম্পাদক নবীন রামচন্দ্র লাডে। তিনি তাঁর অভিযোগ পত্রে বলেন, জাত তুলে এধরনের হেনস্থামূলক মন্তব্য করার জন্যে, দুজনের বিরুদ্ধে মামলা শুরু করা যায়।

এই ঘটনায় দুই তারকার বিরুদ্ধে এখনও কোনও মামলা দায়ের করা না হলেও, অবিলম্বে খতিয়ে দেখা হবে কীধরনের পদক্ষেপ এই দুই তারকার বিরুদ্ধে নেওয়া যায়, জানিয়েছেন আন্ধেরি থানার সিনিয়র পুলিশ আধিকারিক পণ্ডিত থোরাট।