মুম্বই:আজ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জন্মদিন। দুই সন্তান ও স্বামীকে নিয়ে ঘরকন্না করছেন বলিউডের একদা গ্ল্যামার গার্ল। নিজের বিয়ের বাগদানে ৩ কোটি টাকার আংটি পেয়েছিলেন তিনি। আর বিয়েতে পরেছিলেন ৫০ লক্ষ টাকার শাড়ি। ২০০৯-এর ২২ নভেম্বর রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। মুম্বই সংলগ্ন খাণ্ডালায় তাঁদের বিয়ে হয়েছিল।
শিল্পা আদতে কর্ণাটকের বাসিন্দা। আর নিজেদের রীতিনীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। বিয়েতে তেলগু কনের মতো পোশাক পরেছিলেন। দক্ষিণ ভারতীয় রীতি মেনেই বিয়ে হয়েছিল শিল্পা ও রাজের। সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল পঞ্জাবি রীতি ও রেওয়াজ অনুসারে।
বিয়ের জন্য ফার্মহাউস ও মণ্ডপ নজরকাড়াভাবে সাজানো হয়েছিল। তরুণ তাহলিয়ানির ডিজাইনের শাড়ি পরেছিলেন। বিয়ের দুই দিন পর শিল্পা ও রাজ মুম্বইতে রিসেপশনের আয়োজন করেছিলেন। সেখানে শিল্পা ও রাজকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল প্রায় সমগ্র বলিউডই।
শিল্পা রাজের দ্বিতীয় পত্নী। প্রথম বিয়েতে এক কন্যা সন্তানও রয়েছে তাঁদের। রাজের সঙ্গে বিয়ে ভাঙার জন্য তাঁর প্রথম স্ত্রী কবিতার শিল্পার বিরুদ্ধে অভিযোগ ঘিরে শোরগোল উঠেছিল। কবিতার অভিযোগ ছিল, শিল্পার কারণে তাঁকে ও তাঁদের সদ্যোজাত কন্যাকে ছেড়েছেন রাজ।
শিল্পা ও রাজের প্রথম আলাপ হয়েছিল লন্ডনে বিগ ব্রাদার শো চলাকালে। ওই শো-র বিজেতা ছিলেন শিল্পা।একটি পারফিউম ব্র্যান্ডের প্রচারের সময় দুজনের সাক্ষাত্। সেই পরিচয় থেকে প্রেম ও বিয়ে।