মুম্বই: পর্ণগ্রাফি শ্যুটিং ও রাজ কুন্দ্রার গ্রেফতারির নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি কুন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতি দিয়ে শিল্পা জানালেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইনের ওপর আস্থা রয়েছে।'


প্রসঙ্গত, অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।  


অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলেছে গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের একটি দল। সূত্রের খবর, জেরার মুখে 'ভিয়ান ইন্ডাস্ট্রি'-র সঙ্গে সমস্তরকম যোগাযোগ অস্বীকার করেছেন শিল্পা। তিনি জানান, 'হটশটস' এর কী ধরনের কনটেন্ট যেত তা নিয়ে একেবারেই অন্ধকারে ছিলেন তিনি। সূত্রের খবর, জেরার মুখে প্রদীপ বকসীর নাম বলেন শিল্পা। দাবি করেন, 'হটশটস' সংক্রান্ত কাজ প্রদীপ বকসীর সঙ্গেই সামলাতেন রাজ।


আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লেখেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'


এরসঙ্গেই শিল্পা যোগ করেন, 'একজন মানুষ হিসাবে, সর্বোপরি এক মা হিসাবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কোনও খবর রটাবেন না বা মন্তব্য করবেন না। দয়া করে আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না। আইন সত্যিটা সামনে আনবেই। সত্যমেব জয়তে'