ননদের মেহেন্দি অনুষ্ঠানের একটি ভিডিও শিল্পা ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওটিতে শিল্পাকে স্বামীর সঙ্গে ল্যাম্বোরগিনি গানের তালে নাচতে দেখা গিয়েছে। শিল্পার অনুরাগী মহলে ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আরও একটি ভিডিওতে ঢোলের তালে জমিয়ে ভাংড়া করতে দেখা গিয়েছে শিল্পাকে। ভিডিওতেই স্পষ্ট, শিল্পা তাঁর গানে সম্পূর্ণ মশগুল।আর তাঁর নাচের ভিডিও করছেন স্বামী রাজ কুন্দ্রা।
শিল্পা তাঁর মা ও বোনের সঙ্গে ছবি তুলেছেন। ফ্যাশন স্টেটমেন্টের জন্য পরিচিত শিল্পা এই অনুষ্ঠানে ক্রিম রঙের শরারা পরেছিলেন। ওই পোশাকে তাঁকে বেশ মানিয়েছে।
রাজ কুন্দ্রার পরণে ছিল পঠানি শ্যুট। শমিতা শেট্টি পরেছিলেন গোলাপি রঙের শরারা।