খুব শীঘ্রই পর্দায় ফিরতে পারেন শিল্পা শেট্টি
তাঁকে আকর্ষণীয় ভঙ্গিমায় দেখা গিয়েছে আইফা-র অনুষ্ঠানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিল্পা তাঁর ফিটনেস নিয়ে বেজায় খুঁতখুঁতে। আইফা-র তাঁর লুক শোরগোল ফেলে দিয়েছিল। আইফা-র গ্রিন কার্পেটে লাস্যময়ী শিল্পা।
আলিয়ার প্রশংসা করে শিল্পা বলেছেন, ও যেটাই করে সেটাতেই নিজের সেরাটা দেয়। ও কঠিন ভূমিকায় অভিনয় পছন্দ করে।
বর্তমান অভিনেত্রীদের মধ্যে শিল্পা আলিয়া ভট্টকে খুবই পছন্দ করেন। আলিয়া উড়তা পঞ্জাব-এর জন্য গত ১৫ জুলাই আইফা-র সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।
উত্তরে শিল্পা বলেছিলেন, খুব শীঘ্রই অভিনয় জগতে ফিরবেন তিনি। তাঁর কাছে বেশ কিছু প্রোজেক্ট রয়েছে। তিনি বলেন, দেখা যাক, কোনও প্রোজেক্টে সামিল হতে পারি কিনা।
আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ক্যামেরার সামনে ফের আসার কি কোনও পরিকল্পনা রয়েছে তাঁর?
বিগত বেশ কয়েক বছর ধরেই রূপোলি পর্দায় দেখা যায়নি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে। এবার খুব শীঘ্রই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -