নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় বলি অভিনেত্রী শিল্পা শেট্টি। মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। এবার জনপ্রিয় গান 'মানিকে মাগে হিথে'-এর সঙ্গে পা মিলিয়ে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করলেন একটি ভিডিও। তাঁর ইনস্টাগ্রামে আপাতত ২২ মিলিয়ন ফলোয়ার। 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪'-এর মঞ্চ থেকে গীতা কপূরের সঙ্গে পা মেলালেন জনপ্রিয় গানে। পোস্ট করলেন সেই ভিডিও।
ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'একেই বলে “Stupendofantabulouslyfantasmagoricallymagical”!' নাচের ভিডিওয় বেশ কিছু সুন্দর স্টেপস দেখা গেল। দু'জনের সাজই ছিল বেশ নজরকাড়া।
এর আগেই 'ড্রিমগার্ল-এর সঙ্গে নাচের তালে পা মেলানো সত্যিই স্বপ্নপূরণ', সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও শেয়ার করে অকপট স্বীকারোক্তি করেন শিল্পা শেট্টি। 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪' অনুষ্ঠানের মঞ্চ থেকে ছোট্ট একটি মুহূর্ত ভাগ করে নিলেন শিল্পা। সেখানে তাঁকে দেখা গেল হেমা মালিনীর সঙ্গে 'ইয়মলা পাগলা দিওয়ানা' গানের তালে পা মেলাতে। এই শো-এর বিচারকের ভূমিকা পালন করছেন শিল্পা।
আজ ইনস্টাগ্রামে ছোট্ট ভিডিও শেয়ার করে শিল্পা লেখেন, 'ড্রিমগার্ল-এর সঙ্গে নাচের তালে পা মেলানো সত্যিই স্বপ্নপূরণ। এ এক অন্য রূপ ধারণ করেছেন হেমা মালিনী'। ভিডিওর শেষে দেখা গেল, হেমা মালিনীর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন শিল্পা। ভিডিও দেখে আপ্লুত হেমা ও শিল্পা দুই নায়িকার অনুরাগীই।
আরও পড়ুন: Shilpa Shetty: “ক্ষত সারিয়ে সুস্থ হচ্ছি,’’ ইনস্টাগ্রাম পোস্টে বার্তা শিল্পার