নয়াদিল্লি: ফিটনেস ও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও নিয়ে প্রায়শই প্রচারের আলোয় থাকেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তাঁর যোগাভ্যাসের ভিডিও ও ছবি প্রায়ই দেখা যায়। এগুলি তাঁর অনুরাগীদের অনুপ্রাণিত করে। এরইমধ্যে শিল্পার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে। এই ভিডিওতে তাঁকে তাঁর বোন শমিতা শেট্টির সঙ্গে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, দুই বোনের মধ্যে নাচের জোর টক্কর চলছে। দুজনকে মঞ্চে পুরোদস্তুর ডান্স পারফর্ম করতে দেখা যাচ্ছে আর দর্শকরা তা বেশ উপভোগ করছেন। তাঁদের সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে কোরিওগ্রাফার শিয়ামক ডাবরকেও। তাঁকে দুজনকেই এই নৃত্যের এই প্রতিযোগিতায় উত্সাহিত করতে দেখা গিয়েছে।
শিল্পা ও তাঁর বোন শমিতাকে মঞ্চে এই টক্কর উপভোগ করতে দেখা যায়।তবে নৃত্যের ছন্দে বোনকে পিছনে ফেলেন শিল্পা। তিনি যেখানে সাবলীলভাবে নৃত্য পরিবেশন করতে থাকেন, সেখানে তাঁর বোনকে থেমে যেতে দেখা যায়। তাঁদের নাচের এই যুগলবন্দী সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে।
শিল্পা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তাঁকে ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায়। খুব শীঘ্রই শিল্পাকে বড় পর্দায় ফের দেখা যাবে।