নয়াদিল্লি: বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ রয়েছে, সেই মামলার রায়দান আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখল দিল্লির একটি আদালত। ২০১৭-য় উন্নাওয়ে তাঁর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। জেলের মধ্যে অভিযোগকারিণীর বাবার মৃত্যু হয়, তরুণী গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
অভিযোগ, ২০১৭ সালে ওই তরুণীকে সেঙ্গার অপহরণ করে ধর্ষণ করেন। তখন নাবালিকা ছিলেন তিনি। সেঙ্গার ছাড়া আর এক অভিযুক্ত শশী সিংহের বিরুদ্ধেও চার্জ গঠিত হয়েছে। জেলা বিচারক ধর্মেশ শর্মা জানিয়েছেন, ১৬ তারিখ এই মামলার রায় দেবেন তিনি। গতকাল উন্নাওয়ের এই বহু বিতর্কিত মামলায় নিজেদের বক্তব্য পেশ সম্পূর্ণ করেছে সিবিআই। ২ তারিখ ক্যামেরার সামনে শুনানিতে বিবাদী পক্ষের সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে।
এ বছর জুলাইতে অভিযোগকারিণীর গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে, তিনি অত্যন্ত জখম হন। তাঁর দুই পিসির এই দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি, এই দুর্ঘটনায় সেঙ্গারের হাত রয়েছে।
কুলদীপ সিংহ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের রায়দান স্থগিত রাখল দিল্লি আদালত
ABP Ananda, Web Desk
Updated at:
10 Dec 2019 06:43 PM (IST)
জেলা বিচারক ধর্মেশ শর্মা জানিয়েছেন, ১৬ তারিখ এই মামলার রায় দেবেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -