কলকাতা: বারে বারেই শিরোনামে উঠে আসছে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)-র। তাঁদের মাথায় ৬০ কোটি টাকা প্রতারণার মামলা দায়ের হয়েছে। এই মামলায় তাঁদের নামে নতুন করে FIR ও দায়ের করেছে পুলিশ। পাশাপাশি, গত ১৭ ডিসেম্বর শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'ব্যাস্টিয়ান'-এ তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, আয়কর দফতর শিল্পা শেট্টির বাসভবনেও হানা দিয়েছে। হয়েছে তল্লাশি ও। কথা চলছিল, ৬০ কোটি টাকা প্রতারণা মামলার কারণেই শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি হয়েছে। তবে সম্প্রতি শিল্পা শেট্টির আইনজীবীর তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। কী জানানো হয়েছে সেখানে?
শিল্পা শেট্টির আইনজীবী প্রশান্ত পাটিল জানিয়েছেন, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশির মতো কোনও ঘটনাই ঘটেনি। কিছু নিয়মমাফিক প্রশ্ন করতেই শিল্পা শেট্টির বাড়িতে এসেছিলেন আয়কর দফতরের অফিসারেরা। তা করেই তাঁরা চলে গিয়েছেন। শিল্পা শেট্টির আইনজীবীর তরফ থেকে জানানো হয়েছে, তাঁর মক্কেলের নামে যেভাবে কুৎসা ছড়ানো হয়চ্ছে, তা কিছুতেই বরদাস্ত করা হবে না। আগামী দিনে এই ধরণের কুৎসা ছড়ানো যদি হয়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ১৭ ডিসেম্বর শিল্পা শেট্টির রেস্তোরাঁ 'ব্যাস্টিয়ান'-এ তল্লাশি চালানো হয়েছে। এই বিষয়ে অবশ্য শিল্পার আইনজীবী কিছু জানাননি। শিল্পা শেট্টি আর রাজ কুন্দ্রার তরফে জানানো হয়েছে, তাঁদের নামে যে মামলা দায়ের করা হয়েছে, সেই বিষয়ে যাবতীয় তদন্তে তাঁরা সমস্তরকম সাহায্য করবেন। যদিও তাঁরা এই মামলায় জড়িত নন। তাঁরা আশা করছেন, তাঁরা ন্যায়বিচাপ পাবেন।
তবে অনুরাগীদের জন্য একটি ভাল সুখবর দিয়েছেন শিল্পা শেট্টি। অভিনেত্রীর নতুন রেস্তোরাঁর নাম, 'অম্মা কাই'। শিল্পা জানিয়েছেন, এই রেস্তোরাঁর বিশেষত্ব হল, যে সমস্ত খাবারগুলো ঘরের কথা মনে করিয়ে দেয়, মায়ের হাতের স্বাদের কথা মনে করিয়ে দেয়, সেই সমস্ত খাবারগুলিই পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। পাশাপাশি থাকবে ব্যাস্টিয়নের জনপ্রিয় সমস্ত মেনুগুলি ও। শিল্পার এই পদক্ষেপে যেমন অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই অনেকে বেশ অবাক হয়েছেন যে, এতরকম সমস্যা থাকার কারণেও শিল্পা কীভাবে নতুন রেস্তোরাঁ খোলার জন্য সব কিছু সামলে নিলেন? অনুরাগীরা অবশ্য খুশি শিল্পার নতুন পদক্ষেপে। অভিনেত্রী জানিয়েছেন, এই রেস্তোরাঁয় কোনও বুকিং নেই, সরাসরি যে কেউ গিয়ে খাবার খেতে পারবেন।