মুম্বই: সম্ভবত জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। পর্ণগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি ঝড় তুলেছে তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কেরিয়ারেও। ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের আসন ছাড়তে হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে স্পষ্ট করতে হয়েছে নিজের অবস্থানও। এত বিতর্কের পর এই প্রথমবার জনসমক্ষে চলেছেন শিল্পা? 


বলিউড সূত্রের খবর, আগামী ১৫ অগাস্ট মানুষের সেবার উদ্দেশ্যে বিতর্কের পর প্রথমবার প্রকাশ্যে আসবেন তিনি। ‘উই ফর ইন্ডিয়া: সেভিং লাইভস, প্রোটেক্টিং লাইভলিহুডস’ শিরোনামে কোভিড ত্রাণের উদ্দেশ্যে একাধিক তারকা থাকবেন এক ভার্চুয়াল বৈঠকে। সূত্রের খবর, সেখানেই উপস্থিত থাকবেন শিল্পা।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লেখেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'


এরসঙ্গেই শিল্পা যোগ করেন, 'একজন মানুষ হিসাবে, সর্বোপরি এক মা হিসাবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কোনও খবর রটাবেন না বা মন্তব্য করবেন না। দয়া করে আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না। আইন সত্যিটা সামনে আনবেই। সত্যমেব জয়তে'


প্রসঙ্গত, অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।