কলকাতা: ৬০ কোটি টাকা প্রতারণার মামলায় জড়িয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) আর তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। আর এই মামলায়, শিল্পা আর রাজের ওপর জারি হয়েছে একগুচ্ছ নিয়ম-নীতি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, অনুমতি না নিয়ে দেশের বাইরে যেতে পারবেন না রাজ কুন্দ্রা বা শিল্পা শেট্টি। কিন্তু সদ্যই বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল রাজ কুন্দ্রা আর শিল্পা শেট্টির। শিল্পা শেট্টি আবেদন করেছিলেন, একটি ইউটিউব ইভেন্টের জন্য তাঁর কলম্বো যাওয়া প্রয়োজন। এই কথা শুনে আদালত বলেন, আগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা ৬০ কোটি টাকা জমা করুন, তারপরে আদালত তাঁদের বিদেশযাত্রার বিষয়টি ভেবে দেখবে। আর এবার, সেই আবেদন নিজেরাই তুলে নিলেন শিল্পা আর রাজ। 

Continues below advertisement

জানা যাচ্ছে, এই মামলা চলাকালীন শিল্পা শেট্টি ২ বার আদালতে আবেদন করেছিলেন বাইরে যাওয়ার জন্য। কিন্তু ২ বারই নাকচ হয়ে যায় সেই আবেদন। আর তারপরেই শিল্পা শেট্টি নিজেরাই সেই আবেদন ফিরিয়ে নিয়েছেন। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে ফের এই মামলায় বিদেশযাত্রার আবেদন জানাবেন শিল্পা শেট্টি। ডিসেম্বর মাসে ফের বিদেশযাত্রার প্রয়োজন শিল্পা শেট্টির। আর সেই কারণেই ফের আবেদন জানাবেন শিল্পা শেট্টি। শুনানির সময়, অভিযোগকারী দীপক কোঠারীর আইনজীবী ডাক্তার ইউসুফ ইকবাল ইউসুফ এবং জৈন শ্রফ আদালতে দাবি করেন, শিল্পা শেঠির দাখিল করা হলফনামার জন্য করা নোটরীর প্রক্রিয়ায় একটি জায়গায় তাঁর নিজের স্বাক্ষর নেই। তাঁরা আরও বলেন যে, 'সম্ভাবনা আছে যে সেই স্বাক্ষর অন্য কেউ করেছেন।' এই বিষয়ে আদালতের তরফ থেকে বলা হয়েছে,  'যদি আপনি এর উপর কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে আপনি আইন অনুযায়ী করতে পারেন।ট অভিযোগকারীর আইনজীবী শীঘ্রই এই হলফনামার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য এবং আদালত অবমাননার আবেদন করবেন।

শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে EOW LOC জারি করা হয়েছে। সেই কারণেই, এখন তাঁরা তদন্তকারী সংস্থা বা আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। শিল্পা শেঠির আইনজীবী আদালতে বলেছিলেন যে শিল্পা শেঠির একটি ইউটিউব ইভেন্টের জন্য কলম্বো যাওয়ার কথা। এই ইভেন্টটি ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। যখন আদালত আইনজীবীকে জিজ্ঞাসা করে - 'তাঁদের কাছে কোনও আমন্ত্রণপত্র আছে?' শিল্পার আইনজীবী বলেন, 'যতক্ষণ না ভ্রমণের অনুমতি পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমন্ত্রণপত্র পাওয়া যাবে না, শুধুমাত্র ফোনে কথা হয়েছে।' এর উত্তরে আদালত জানায়, 'প্রথমে প্রতারণার অভিযোগে ৬০ কোটি টাকা দিন, তারপর এই বিষয়ে বিবেচনা করা হবে।'

Continues below advertisement