লন্ডন: লন্ডনে কিছুদিন ধরে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেট্টি। তবে ইনস্টাগ্রামে তিনি যে ছবি ও ভিডিও পোস্ট করছেন, তাতে পরিষ্কার, স্রেফ শুয়ে বসে সময় কাটানো নয়, ছুটিতে রীতিমত ঘাম ঝরাচ্ছেন তিনি।

শিল্পা যে ফিটনেস ফ্রিক, তা সকলের জানা। এবার জানা যাচ্ছে, তিনি তীর ধনুকেও দক্ষ। পাকা তীরন্দাজের মত ধনুক তুলে তিনি তীর ছুঁড়লেন, আর তা বুলস আই ভেদ করল!



তবে শুধু তীর ধনুক নয়, গ্রামের রাস্তায় সাইক্লিংও করছেন শিল্পা। জানাচ্ছেন, ২৪ বছর পর সাইকেলে চড়লেন তিনি!