শিল্পা যে ফিটনেস ফ্রিক, তা সকলের জানা। এবার জানা যাচ্ছে, তিনি তীর ধনুকেও দক্ষ। পাকা তীরন্দাজের মত ধনুক তুলে তিনি তীর ছুঁড়লেন, আর তা বুলস আই ভেদ করল!
তবে শুধু তীর ধনুক নয়, গ্রামের রাস্তায় সাইক্লিংও করছেন শিল্পা। জানাচ্ছেন, ২৪ বছর পর সাইকেলে চড়লেন তিনি!