কলকাতা: ভারত বাংলাদেশ সীমান্তের গল্প বলতে বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি 'সীমান্ত' (Shimanto)। সুমন মৈত্রের (Suman Maitra) পরিচালনায় এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন পায়েল সরকার (Paayel Sarkar), সাহেব ভট্টাচার্য্য (Shaheb Bhattacherjee), রণজয় বিষ্ণু (Rano Joy), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), ঋষি রাজ (Hrishie Raj), আনন্দ চৌধুরী (Ananda Choudhuri), সনিয়া রায় (Sonia Roy), সুশীল সিকারিয়া (Sushil Sikaria), ধ্রুব দেবনাথ (Dhruba Debnath), পল্লব ঘোষ (Pallav Ghosh) ও রত্নদীপ ঘোষ (Ratnadeep Ghosh)।


২০২২ সাল অর্থাৎ চলতি সালের ২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা করছে এসএসআর সিনেমাজ প্রাইভেট লিমিটেড ও Chirosqro Films। প্রযোজক রতন সাহা ও শতদীপ সাহা।


আরও পড়ুন: Ditipriya Dibyojyoti: 'রূপসাগরে' দিব্যজ্যোতিকে দেখলেন দিতিপ্রিয়া, প্রেমের শুরু?


ছবির গল্প কিছুটা এমন,ইন্টেলিজেন্স ব্যুরো  বা IB-র একটি বিশেষ দল কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘটে চলা সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের গতি ধরে এগিয়ে তাঁরা অপরাধ জগতের এক মাস্টারমাইন্ডের সম্পর্কে জানতে পারে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কাজ করে এই অপরাধচক্র। ‘নো ম্যানস ল্যান্ড’- কে ব্যবহার করে মানবপাচার চক্রের পিছনে রয়েছে একটি কুখ্যাত দল। এই অপরাধীদের অনুসন্ধান করতে গিয়ে তদন্তকারীরা কীভাবে জালে জড়িয়ে পড়বে, সেই প্রেক্ষাপটেই এগিয়ে যাবে ছবির গল্প।


ছবিতে একজন অফিসারের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে। তদন্তকারী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন রণজয় বিষ্ণু। ছোট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাহেবকে।