মুম্বই:  বছরের শুরুতে মন ভাল করতে চান। তাহলে চলচ্চিত্র পরিচালক শিরীষ কুন্দ্রা এবং ফারহা খানের সাম্প্রতিক একটি টুইট পড়তেই হবে আপনাদের।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে, যখন গ্র্যান্ড কেনিয়ানে বেড়াতে গিয়েছিলেন সন্তান সহ শিরীষ এবং ফারহা। সেখান থেকেই তিনি আনন্দ করে তাঁর পরিবারের একটি ছবি পোস্ট করেন।





তার জবাবে এক টুইটারাইট ফারহার স্বামী শিরীষের কাছে জানতে চান তাঁর সন্তানদের ধর্ম কী?

 



 


শিরীষের অসাধারণ জবাব গোটা সমাজের কাছেই শিক্ষণীয়। তিনি বলেন, সেটা নির্ভর করে সামনে কী উত্সব রয়েছে তার ওপর। গতমাসে ক্রিসমাস ছিল, তাই তাঁর সন্তানেরা খ্রীষ্টান হয়ে গিয়েছিলেন।আগামী দিনে যে উত্সব থাকবে, তাঁর সন্তানদের ধর্ম সেটাই হবে।

এরপরই অন্য টুইটারাইটদের থেকে প্রশংসা পেতে থাকেন শিরীষ। একনজরে দেখে নেব অন্য টুইটারাইটদের থেকে কী প্রতিক্রিয়া পেলেন শিরীষ,